Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ই-প্রথম আলো পুরো পাতা একসাথে পড়া

$
0
0

তপু ভাইয়ের এই টপিকটিতে রিপ্লাই দিতে গিয়ে ভাবলাম একটা ছোটখাটো প্রোগ্রাম লিখে ফেলি ই-প্রথম আলোর পুরো পাতা একসাথে পড়ার জন্য। এখন http://www.eprothomalo.com-তে গেলে প্রত্যেকটা নিউজ/বিজ্ঞাপন সেগমেন্টে ক্লিক করলে ওই সেগমেন্টের খবর কিংবা বিজ্ঞাপন আলাদা একটি ফ্রেমে দেখায়।

কিন্তু যারা পুরো পেইজটি একসাথে বড় করে দেখতে চান তাদের জন্য এই চেষ্টা:

http://hostmarts.com/ep.php


প্রথম আলো বিজ্ঞাপন যেগুলো আড়াল করে রেখেছে সেগুলো দেখাতে পারা যাবেনা হয়তো। তবে পুরানো দিনের পেইজ দেখার ব্যবস্থা আছে। আপনি চাইলে এড্রেসবারে এই ফরম্যাট ব্যবহার করতে পারেন:

যেমন:

অথবা, সরাসরি পেইজের উপরের দিকে বছর, মাস, দিন সিলেক্ট করে "Go" বাটনে ক্লিক করলেও হবে।

Previous Page কিংবা Next Page লিংকগুলোতে ক্লিক করে আগে-পিছের পৃষ্ঠাগুলোতে যেতে পারবেন। তবে আপনি চাইলে অ্যাড্রেসবারে এই ফরম্যাট ব্যবহার করতে পারেন কোন একটি নির্দিষ্ট পৃষ্ঠায় যেতে চাইলে:

http://hostmarts.com/ep.php?page=[আপনার কাঙ্খিত পৃষ্ঠা নম্বর]

দ্রষ্টব্য: এখানে একটা ছোট সমস্যা আছে, সেটা হলো সেগমেন্ট ইমেজগুলো পুরোপুরি বিন্যস্ত অবস্থায় হয়তো পাবেন না। কিন্তু এটা তেমন একটা সমস্যা সৃষ্টি করবে না। পুরোপুরি বিন্যস্ত করতে গেলে ডাইনামিক্যালি সিএসএস আউটপুট দিতে হবে হয় পিএইচপি  কিংবা জাভাস্ক্রীপ্ট দিয়ে যেটা একটু সময় সাপেক্ষ। সময় পেলে চেষ্টা করা যাবে।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>