আমি ছোট খাটো একটি অটো প্রোগ্রাম বানাতে চাই যার কাজ হবে সাভার থেকে ডাটা নিয়ে অটো ১০ সেকেন্ড পর পর মডেম থেকে ব্যালেন্স টান্সফার করবে। এর জন্য সাভারে চলার মত ছোট একটি প্রোগ্রাম পি এইচ পি তে বানাইসি। কিন্তু সিম থেকে ব্যালেন্স টান্সফার কিভাবে হবে তা জানা নাই। পিএইচপি তে বানানো প্রোগাম কি মডেম থেকে টাকা সেন্ড করতে পারবে কি পারবে না তা ও আমার জানা নাই। তাই ডেস্কটপ প্রোগ্রাম বানাতে চাই যেটা কিনা সাভার থেকে ডাটা নিয়ে মানে সাভারে এড করা মোবাইল নাম্বার নিয়ে মডেমে থাকা সিম কার্ড খেকে অটো টাকা সেন্ড করতে পারবে এবং সিম এ রিসিভ কৃত ডেলিবারি এস এম এস টি সাভারে পাঠাতে পারবে। এই প্রোগ্রামটি বানাতে কি কি কোড লাগতে পারে বা কোথায় পাওয়া যাবে কারো যুদি জানা থাকে তবে জানাবেন। আর যুদি কেউ বানিয়ে দিতে চায় তবে খরচ কত পরবে? ধন্যবাদ
↧