আমি প্রজন্ম ফোরাম এর একজন নতুন অতিথি। ফোরামে কি ভাবে লিখতে হয় তাও আমার জানা নেই। পৃথিবীতে মানুষ তো সব কিছু শিখেই আসে না এসেই শেখে এই বিশ্বাস নিয়েই ফোরামের বড় ও বন্ধুদের সাথে যোগ দিলাম। জানিনা তিনারা আমাকে কি ভাবে গ্রহন করবেন। আর এ জন্যই আমার প্রথম লেখার শিরোনামটা দিলাম "বনেরও পশু পোষ মানে পুষিতে জানিলে আর মিলন মধুর হয় মিলাইতে জানিলে"। আমি মনে করি বনের হিংস্র প্রাণীও পোষ মানে তাকে আদর যত্ন করে পোষতে পাড়লে, আর মিলন তখই মধুর হয় যখন মনের মত মানুষ পাওয়া যায়।
তাই ফোরামের সকল বড় ভাই ও বন্ধদের বলছি, মানুষ যখন ভুল করে তখন সে বুঝতে পারে না। আমি একজন নতুন অতিথি, সে জন্যই বলছি যদি কখনও নিজের অজান্তে ভুল করে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার ভুল সুধরানোর সুযোগ দিবেন ভুল গুলো বুঝিয়ে দিয়ে। আমি তাকেই প্রকৃত বন্ধু মনে করি যে আমার ভাল গুনগুলো না খারাপ দিকগুলো নিয়ে সমালোচনা করে। মনে হয় নবাগত হিসাবে একটু বেশী লেখে ফেললাম। সকলেই ভাল থাকবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
↧
বনেরও পশু পোষ মানে পুষিতে জানিলে আর মিলন মধুর হয় মিলাইতে জানিলে
↧