Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ফোরাম নিয়ে মনের কথা এখানে বলুন...........

$
0
0

ইদানিং ফোরামে আসা অনেকেই কমিয়ে দিয়েছে.......... এই নিয়া টপিক হইছে

মিস করছি মিস করছি বলে চিৎকার চেঁচামেচিও চলছে কিন্তু কেউই ফেরত আসে না  crying crying

কেন যে সবাই এভাবে চলে যাচ্ছে তা বুঝবার পারি না thinking thinking

কার উপর ক্ষোভ অথবা কিসের উপর ক্ষোব

হয়তো বা আমি ভাল টপিক করতে পারছি না মানসম্মতও হচ্ছে না .................... যারা রাগ গোস্যা করে চলে যাচ্ছেন তারাই কি ভাল টপিক বা মানসম্মত কথাবার্তা আমরা ফোরামে করতে পারি না ।

বুঝলাম আমার জ্ঞানভান্ডার অতি সীমিত । কিন্তু সবাই তো আর সমান না । আমরা আপনারাই পারি ফোরামটাকে সুন্দর হই হুল্লোড়ে ভরিয়ে রাখতে । ভাইজান বলছে চলে যাবে আমিও বলছি চলে যাবো কিন্তু কেন?

চলে গেলেই কি সমস্যার সমাধান হবে?

আর কয়েকজন ফোরামিক শুধু নিজের টপিক নিয়েই পড়ে আছেন । অন্য কারো টপিকে ঢুকে একটু ভালা লাগা মন্দ লাগাও বলতে পারছেন না । এত কৃচ্ছতা সাধন করলে কেমনে হবে? আজব thinking thinking

খালি যে রেপু দিতে হবে তা তো না............মন্তব্য তো করা যায়? তাই নয় কি?

আর নতুন নতুন ফোরামিকরা সমস্যা নিয়েই ফোরামে সাইনআপ করেন............. আরে মিয়া সমস্যা সবার আছে । আগেতো সবার সাথে আন্তরিকতা সৃষ্টি করতে হবে । তারপর তো সমস্যা ।

আবার কিছু ফোরামিক এক লাইনে ফেসবুকের স্ট্যাটাস এর মত  টপিক করছেন । কেউ কিছুই বলছেন না ।  এসব ছোটখাট কথাবার্তা তো আমরা আজাইর্যা প্যাচালেই বলতে পারি ?

অনেক বক বক করলাম এবার আপনারাই বলুন ।

আমি হচ্ছি আউলা ঝাউলা মানুষ
সব কিছু আমার আউলা ঝাউলা....... হয়ত গুচিয়ে কিছুই লিখতে পারি না  । ভুল হইলে ক্ষমাপ্রার্থী......... smile smile smile


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>