তুমি নেই তাই জেগে আছি,
ঘুম আসেনা চোখের কোনে।
তুমি হীনা প্রতিটি রাত,
সকাল হতে দিদ্বা করে।
তোমার ছোঁয়া প্রতিটি রাতকে,
স্মরনীয় করে রাখে।
তোমায় আলিঙ্গনে পরক্ষনে,
পূর্নতা এনে দেয় এ জীবনে।
তুমি থাকলে এক পলকে,
প্রভাত হয় রাত্রি শেষে।
↧
পূর্নতা
↧