একসেস দিয়ে আমি আমার ছোট খাট কাজ চালাচ্ছি এবং ভালোই চলছে। আমার প্রতিদিনই একটা কাজ করতে হয় তা হচ্ছে একসেল ফাইল থেকে কিছু ডাটা ইনপুট করতে হয় আমার একসেস ডাটাবেজে। প্রতিদিন কয়টি ফাইল থাকবে তার কোন ইয়ত্তা নেই। কোন দিন একটিও থাকে না আবার কোন দিন একশটিরও উপরে থাকে। প্রতিটি ফাইল একবার করে আপলোড করে কোয়েরি চালানো খুব একটা জামেলার না হলেও যথেষ্ট পরিমানে বিরক্তি কর। তাই এই বিরুক্তি থেকে মুক্তি পাবার জন্য গুরুদের কাছে জানতে চাচ্ছি, একসেস দিয়ে কি একটি ফোল্ডারে রাখা কয়েকটি একসেল ফাইলের ডাটা একসাথে ইনপুট নেওয়া যাবে?
যদি নেওয়া যায় তাহলে কেমন করে নেব?
↧
মাইক্রোসফট একসেসে অনেকগুলো একসেল ফাইল থেকে ডাটা ইনপুট করবো কি করে?
↧