Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

জন্ম আমার ধন্য হলো মাগো............(গান+ছবি=গাবি)

$
0
0

বিজয়ের মাসে আবারো একটি মন মাতানো দেশের গান । ভাল লাগবে আশাকরি ....

কথাঃ নইম গহর
সুরঃ আজাদ রহমান
=====================

জন্ম আমার ধন্য হলো মাগো,

http://i.imgur.com/5Ctgs.jpg

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।

http://www.xaviermissionaries.org/M_Stories/Martyrs_Photo/Bang_MotherChild2.jpg

তোমার কথায় হাসতে পারি,

http://i.imgur.com/eQg2e.jpg

তোমার কথায় কাঁদতে পারি,

http://i.imgur.com/vkYgA.jpg

মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।

http://i.imgur.com/uFz9c.jpg

তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,

http://i.imgur.com/bjMxb.jpg

তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,

http://i.imgur.com/4VC5e.jpg

তুমি আমার, তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।

http://i.imgur.com/EnX9q.jpg

তোমার প্রেমে তোমার
গন্ধে পরান ভরে রাখি

http://i.imgur.com/7Ozt2.jpg

এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি

http://i.imgur.com/3UISb.jpg

বুকে তোমার, বুকে তোমার ঘুমিয়ে গেলে

http://i.imgur.com/x9DMJ.jpg

জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।

http://i.imgur.com/mpQ4k.jpg

জন্ম আমার ধন্য হলো মাগো,

http://i.imgur.com/zvazN.jpg

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।

http://i.imgur.com/Ddi9Q.jpg


==========================================
গানের সাথে ছবি না মিললে বলতে পারেন সম্পাদনা করে আবার সুন্দর ছবি বসিয়ে দিব ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>