Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ইংরেজী স্পোকেন এ দক্ষতা বাড়াতে পরামর্শ চাই

$
0
0

আমার ইংরেজী ভাষাজ্ঞান যাচ্ছেতাই। রাইটিং এর অবস্থা মোটামুটি, কিন্তু স্পোকেন এর অবস্থা খুব খারাপ। কাউকে মেইল করলে তো যেমন-তেমন, কারও সাথে যদি কথা বলতে হয় বা কোন বিষয় কাউকে যদি বোঝাতে হয় [যেমন: ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন এর সময়] তখনই নিজের ইংরেজী দূর্বলতার কারণে নিজেরই লজ্জা লাগে dontsee স্পোকেন এ দক্ষতা বাড়ানোর জন্য ফোরামেরই এর বড় ভাইয়ের সাথে স্কাইপেতে প্র্যাকটিস করেছিলাম কয়েকদিন। দু'এক দিন যাওয়ার পরে আমার ভাষাজ্ঞানের অবস্থা দেখে তিনি বললেন আগে গ্রামার শিখ neutral

ফ্লুয়েন্ট ইংরেজী বলা-লেখার জন্য জন্য পরামর্শ পেলে উপকৃত হব।

স্পোকেন-রাইটিং এর কোন কোর্স করব বলে ভাবছি। ব্রিটিশ কাউন্সিলে করার ইচ্ছে ছিল। কিন্তু ওদের যে টাইমটেবিল তাতে আমি সময় বের করতে পারব না। অন্য কোন প্রতিষ্ঠানের জন্য পরামর্শ দিবেন কেউ? ও হ্যা, সাইফুর'স, এফএম মেথড এগুলো কেমন। কেউ কেউ আছেন যারা সাইফুর'রস এর নাম শুনলেই তেড়ে আসেন tongue এগুলো কোর্স করা কেউ বা তাদের পরিচিতজন এখানে আছেন?


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>