আমার ইংরেজী ভাষাজ্ঞান যাচ্ছেতাই। রাইটিং এর অবস্থা মোটামুটি, কিন্তু স্পোকেন এর অবস্থা খুব খারাপ। কাউকে মেইল করলে তো যেমন-তেমন, কারও সাথে যদি কথা বলতে হয় বা কোন বিষয় কাউকে যদি বোঝাতে হয় [যেমন: ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন এর সময়] তখনই নিজের ইংরেজী দূর্বলতার কারণে নিজেরই লজ্জা লাগে স্পোকেন এ দক্ষতা বাড়ানোর জন্য ফোরামেরই এর বড় ভাইয়ের সাথে স্কাইপেতে প্র্যাকটিস করেছিলাম কয়েকদিন। দু'এক দিন যাওয়ার পরে আমার ভাষাজ্ঞানের অবস্থা দেখে তিনি বললেন আগে গ্রামার শিখ
ফ্লুয়েন্ট ইংরেজী বলা-লেখার জন্য জন্য পরামর্শ পেলে উপকৃত হব।
স্পোকেন-রাইটিং এর কোন কোর্স করব বলে ভাবছি। ব্রিটিশ কাউন্সিলে করার ইচ্ছে ছিল। কিন্তু ওদের যে টাইমটেবিল তাতে আমি সময় বের করতে পারব না। অন্য কোন প্রতিষ্ঠানের জন্য পরামর্শ দিবেন কেউ? ও হ্যা, সাইফুর'স, এফএম মেথড এগুলো কেমন। কেউ কেউ আছেন যারা সাইফুর'রস এর নাম শুনলেই তেড়ে আসেন এগুলো কোর্স করা কেউ বা তাদের পরিচিতজন এখানে আছেন?