এতোদিন বিদেশে বসবাসরত আত্নীয়র মাধ্যমে মনের আনন্দে পেপাল ব্যাবহার করতাম। কিন্তু সেই আন্তীয় পারিবারিক প্রয়োজনে বাংলাদেশে আসায় মাথায় আকাশ ভেংগে পড়ছে। এর আগে বাংলাদেশ থেকে এক্সেস করায় একাউন্ট ফ্রীজ করে দিয়েছিল। যারা নিয়মিত বাংলাদেশ থেকে যারা পেপাল ব্যাবহার করছেন তাদের কাছে যানতে চাইছি আপনারা কিভাবে সেফলি পেপাল ব্যাবহার করছেন? ভিপিএন বা প্রক্সি ব্যাবহার করলে কত খরচ পড়ছে,সিষ্টেম কি এই বিষয়গুলো বিস্তারিত জানাবেন প্লিজ?
আরেকটা বিষয় জানতে চাইছি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন প্রতিষ্ঠান পেমেন্টে সাহায্য করে? করলে কত সার্ভিস চার্জ নেয়?