Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ফোরাম হতে বিদায়ের সেম্পল টপিক ও বাই ডিফল্ট কিছু রিপ্লাইনামা

$
0
0

গত দুই দিন আগে আমাদের রিপন মজুমদার দাবী জানিয়েছেন নতুন উপবিভাগ "বিদায়-বাণী" এবং "অভিমান" বানানোর জন্য। এখন এমন বিভাগ হলে তো টপিক চাই। আমি একটা সেম্পল বিদায়ের টপিক লিখলাম যাতে অভিমানী ফোরামিকদের সুবিধা হয়। আনুষ্ঠানিক ভাবে যারা ফোরাম থেকে বিদায় নেয় তারা সব দোষ মডুদের দেয়(৯৫% ক্ষেত্রে) তাই এখানে মডুদের দোষারোপ করা হয়েছে। তাই মডু ও সকল ফোরামিকদের কাছে ক্ষমা চেয়ে টপিক শুরু করছি। 


NOTE :
১। কোন সদস্য কে হেয় বা উপমান করার উদ্দেশ্য এই টপিকের না। 
২। কোন সদস্য ফোরাম ছেড়ে চলে যাক সেটা আমরা কেউ চাই না
৩। সবচেয়ে বড় কথা প্রজন্ম ফোরাম ছেড়ে চলে যাওয়া ফোরামিক এক দিন না এক দিন ফিরে আসবেই এটা আমাদের সকলের বিশ্বাস।
৪। ফোরামিকদের বিদায় নিয়ে ছবি আপুর অসাধারন একটি লেখা পড়তে পারেন আজাইরা বকর বকর......... (লাভ কি তাতে?)
৫। প্রথমে হাসির বাক্স বিভাগের জন্য লিখে ছিলাম কিন্তু তেমন ভালো হয় নাই দেখে বটগাছে দিয়ে দিলাম।

এখানে বিদায়ের কারণঃ ফোরামের কোন এক নিয়ম না মানার জন্য মডুগন  ৫০০+ পোস্টওয়ালা সদস্যকে একটি সতর্কতা বার্তা দিয়েছে। সাথে সাথে ফোরামিকের মাথা হট। এখন একটি বিদায় মূলক টপিক খুলবেন কিন্তু হট মাথা নিয়ে কি লিখবে ?

সমস্যার সমাধানঃ নীচের ফরমেট কপি করলে খুব দ্রুত ফোরাম থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়া যাবে।

========================================

প্রজন্ম ফোরাম আমার এতো দিন প্রিয় ফোরাম ছিল। আমি নিয়মিত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সুযোগ পেলেই এসে ঢু মেরেছি। প্রজন্মের মাধ্যমে পেয়েছি অনেক ভালো বন্ধু। কিন্তু আজ থেকে আর থাকতে পারছি না। কারণ একটাই তা হলো মডারেশন প্যানেলের মাতব্বরি।

যারা সত্যি কারের ফোরামের নিয়ম মানে না তাদের কে কেন মডুরা দেখেন না? যেমনঃ ডেডু মিয়া।  মডুরা এসব সদস্য কে দেখেও তারা দেখে না। মডুরা লাই দিয়ে এসব সদস্য কে মাথায় তুলেছেন। যারা পান থেকে চুন খসতেই আক্রমণ করে ও মাইনাস দেয়। মডুদের সঠিক বিচার করা উচিত। কিন্তু না আমার মতো নিরীহ সদস্যদের কেই মডুরা টার্গেট করে। ফোরামের রুই-কাতলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মডুরা ভয় পায়। 

তাই এই ফোরামে থেকে নিজের সময় নষ্ট করার কোন মানে দেখি না। টাটা বাই বাই সবাই কে।

মি. এক্স

========================================

এই টপিক ফোরাম কে আগুনের মতো গরম করবে। ১ ঘন্টার মধ্যেই ৩০/৪০ টি রিপ্লাই পাবে। তার মধ্যে কিছু রিপ্লাই অনেক টা বাই ডিফল্ট টাইপের। তাই তারা কষ্ট করে টাইপ না করে নীচের রিপ্লাই গুলো থেকে কপি করতে পারেন। তাতে সময় ও টাইম দুটাই বাজবে।

[NOTE: নিচের সকল চরিত্র কাল্পনিক যদি কোন নাম বাস্তব সদস্যদের সাথে মিলে যায় তা একান্তই কাকতালিও মাত্র]

১। আমজনতার রিয়েকশন

[বিদায় নেওয়া ফোরামিক ভালো বা মাঝারি ভালো হলে] ভাই ফিরে আসুন।
[বিদায় নেওয়া ফোরামিক স্প্যামার, রুক্ষ ও আক্রমণাত্মক হলে] বিদায়।আশা করি ভাই ভালো থাকবেন ।


২। বয়সে একটু সিনিয়র(৩০+) সদস্যদের রিয়েকশন

ইলিয়াস ভাই এই ভাবে রাগের মাথায় হুট করে ফোরাম ছেড়ে গেলে কি চলে ? প্রজন্ম এক পরিবারের মতো। পরিবারে নিজেদের মধ্যে সমস্যা হতেই পারে। যা আলোচনার মধ্যমে সমাধান সম্ভব। এক্স ভাই ফিরে আসুন।

ছবি ভাইচা ফিরে আসুন। যাই বলে যেতে নাইরে, আর একটু বসে যানা রে।

invarbrass
(ইনব্রা ভাই এই সকল টপিক পড়বেন কিন্তু নিরব দর্শক হিসেবে পর্যবেক্ষণ করবেন)

আহমেদ এভাবে বলে কয়ে ফোরাম থেকে বিদায় নেওয়াটা আমার ভাল লাগে না।


৩। ফাজিল মার্কা ফোরামিকদের রিয়েকশন

সারিম টাটা বাই বাই। ফেসবুকে দেখা হবে। ডেডু ভাই কবিতে মাইরা দেন

দ্যা ডেডলক এক্স ভাই ছিলেন বাংলা ফোরাম জগতের এক আদর্শ মূর্তি। তার পদচারণা ছিল ফোরামের সকল বিভাগে। ফোরামের সুখে দুঃখে সব সময় ছিলেন আমাদের পাশে। তার এই বিদায়ের পরে তার সব লেখা ফোরামিকদের কাছে গাইড লাইন হিসেবে থাকবে।এক্স ভাইয়ের এর বিদায়ে আমি বাকরুদ্ধ। তাই কবির ভাষায় বলতে চাই

বিদায় বন্ধু বিদায়
            -মাহফুজ খান

            বিদায় বন্ধু বিদায়
            হৃদয় আমার ব্যথিত আজি
            তোমার এই বিদায় লগ্নে।
            ছোট ছোট স্মৃতমালা শুধু
            ভেসে উঠেছে এ দু' নয়নে।
            জানি বন্ধু,
            দেখা হবে আবার একদিন
            নতুন কোন এক সুখময় স্মুতি নিয়ে।
            সেদিন বন্ধু মনে রেখো,
            ঠিক এমনি করে এই আমাকে।
            জানি বন্ধু,
            মন ভালো নেই
            তোমার আমার বুকের ভিতর।
            দু' নয়নের অশ্রু ছাড়া,
            নেই যে কিছু দেবার আমার।
            ক্ষমা করে দিও হে বন্ধু,
            যদি এতটুকু ব্যথা দিয়ে থাকি।
            বিদায় বন্ধু, বিদায়।

৪। ফাজিল মার্কা ফোরামিকদের কমেন্ট দেখে সিরিয়াস টাইপের সদস্যদের রিয়েকশন

রিপন মজুমদার  সারিম ও ডেডলকের আচরণ কোন ভাবেই গ্রহণ করা যায় না। এক্স কে না আটকিয়ে উল্টা তাকে বিদায় নেবার জন্য উস্কানি দিচ্ছে। শেম সারিম ও ডেডলক শেম।

মামুন.pb @ডেডলক এই ভাবে কবিতা দিয়ে ঠিক করলেন না। সব জিনিস নিয়ে ফান করা ঠিক না।
@এক্স ভাই সব ভুলে ফিরে আসুন। একটা কথা বলতে চাই, রোগা ও মোটা এক্স ভাইকে চাই না শুধু চাই সুস্বাস্থ্যবান এক্স ভাই।

দ্যা হ্যাকম্যান আমি তো আগেই বলে ছিলাম সারিম ও ডেডলকের মেন্টালিটি নার্সারীর বাচ্চাদের মতো।

SS79 সারিম ও ডেডলক এই ভাবে এক্স ভাইকে অপমান করে ঠিক করলেন না। ছিঃ

৫। অন্য বাংলা ফোরামের এডমিনদের রিয়েকশন

সামিউল টপিক ১৫ মিনিট আগে পোস্ট হয়েছে আর এখনো ডিলিট করা হয় নাই ?? এরচেয়ে লজ্জার কি আছে। ভূতপূর্ব রংমহলে এই ধরনের টপিক পাবলিশ করার ৩ মিনিটের মধ্যেই ডিলিট করা হতো। প্রজন্মের মডুদের আরো ট্রেনিং নিতে হবে।

মোঃ টু২বি চলেই যখন যাবে তখন আমাদের নতুন বাংলা ফোরাম ট্রাই করতে পারেন। http://bdforum.freedomain.com। বেছেবেছে অসাধারণ মনের লোকদের কে মডু করা হয়েছে। আর আপনি যদি কোন মডুর বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে আমরা সেই মডুকে ঘাড় ধরে ফোরাম থেকে বের করে দেব। আর ওপরে পাইরেট কন্টেন্টের রমরম অবস্থা ফোরামে সাথে ১৮+ ম্যাটেরিয়াল তো থাকছেই tongue। ৯৯% জিনিসই ওকে শুধু ফোরাম এখন সাব ডোমেইন ও ফ্রী হোস্টিং এ চলছে কিন্তু একটা কোন সমস্যা না।

মোঃ জাভেদ আত্তার  ছিঃছিঃ অশ্লীল ফোরামে যেওনা এক্স ভাই। আমার এই ইসলামিক ফোরাম একটু ট্রাই করে দেখতে পারেন।

বর্ডার ঈগল ম্যান  আসলে নতুন ফোরাম গুলোর মধ্যে আমার ফোরাম সেরা। একেবারে অশ্লীলতা ও পাইরেসি মুক্ত। সব বিভাগ প্রজন্মের মতো আর নাস্তিক ফোরামিক দেখলেই সাথে সাথে ব্যান করা হয়। খালি মাঝেমাঝে ফোরাম একটু ডাউন থাকে এই যা।

৬। এন্টি-মডু ফোরামিকের রিয়েকশন

মি. এক্স১২৩  মডুদের একটা মাথায় রাখা উচিৎ যে, আমরা কোন জেল খানায় বা বোর্ডিং স্কুলে আসে নাই যে আমাদের কে কড়া শাসনের মধ্যে রাখতে হবে। আমরা এখানে আসি বিনোদন ও একে অন্যের হতে সাহায্য নেবার জন্য।  আর সিনিয়র সদস্যরা ফোরামকে নিজেদের মনে করে হাজার হাজার পোস্ট করে থাকে। যখন বিব্রতকর সতর্কতাবার্তা যখন নাজিল হয় তখন মনে হয় যেন, এই ফোরামে আমার কোন অধিকার নাই । তাই শাস্তি দেবার ও সর্তক করার ভাষাটি আরো সুন্দর করা যেতে পারে।

৭। মডু প্যানেলের রিয়েকশন

মেহেদী৮৩ এক্স ভাই একজন সিনিয়র সদস্য হয়েও যদি শুধুমাত্র "ওয়ার্নিং" এর কারনে ফোরাম ছেড়ে দেন সেটা নেহায়েত ছেলেমানুষী হয়ে যায়। কোনটা কি সেটা ভেবে দেখা উচিত। সতর্কতা মানে কোথাও কোন ভুল হয়েছে (ছোট না বড় সেটা পরের ব্যাপার), সেটা সম্পর্কে সতর্ক থাকুন। সতর্কতা মানে এই না, যে "তুই বেআক্কেল ভুল করসিস, নেক্সট টাইম পাইলে ছিল্লা কাইট্টা লবন লাগায়ে দিমু" এমনও নয় যে কেউ এক্স ভাইকে অপমান করেছে।

উদাসীন এই তুচ্ছ কারণে ফোরাম ছেড়ে যাওয়াটা ছেলেমানুষি হয়ে গেলো না? 'সতর্কবার্তা একটা ভয়ানক অপমানকর জিনিস; এটা পেলেই ফোরাম ছেড়ে তল্পি-তল্পা গুটিয়ে চলে যেতে হবে' এমন একটা নিদারুন ভুল বার্তা প্রাজন্মিকদের কাছে পৌঁছে যাবার সম্ভাবনা আছে! ফোরামের শৃঙ্খলা বজায় রাখবার জন্য এটা খুব সাধারণ একটা ব্যবস্থা। আসুন এটাকে সহজভাবে নেই। প্রশংসা, দোষ-ত্রুটি সবকিছু উদারভাবে মেনে নেবার মানসিকতা চাই সবার কাছ থেকে। আর এক্স ভাই, আপনি অযথা অভিমান না করে জলদি ফেরৎ আসুন।

অয়ন খান টপিক লক করা হলো

সারিম খান এখনো লক হয় নাই tongue

শিপলু এবার সত্যি সত্যি লক করা হলো। অয়ন গ্রো আপ ম্যান।

রজনিকান্ত হে হে হে। টপিক লক তাও আমি পোস্ট করতে পারি।


লেখার কিছু কিছু অংশ নীচের টপিকগুলো হতে সংগ্রহ করা হয়েছে tongue
ফিরে আসলেন শান্ত বালক
মডারেটরদের সিদ্ধান্তহীনতা, অপরাধ ও শাস্তির মেয়াদের বৈপরিত্য আর বিদায়
আমি আর থাকবো না ফোরামে
প্রজন্মকে ধন্যবাদ
ফোরামের মডারেটরদের কর্মকান্ডে হতাশ হয়ে বিদায় নিবার পালা মনে হয় এলো
প্রজন্ম ফোরামের কিছু সদস্য এসব কি করছেন?
মডারেটরদের সিদ্ধান্তহীনতা, অপরাধ ও শাস্তির মেয়াদের বৈপরিত্য আর বিদায়


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles