অনেকদিন আসা হয়না প্রজন্মতে, নতুন বেশিরভাগ সদস্যকেই চিনিনা, আবার পুরানো অনেকেই অনিয়মিত, আমারই মত। যাহোক টপিক না করলেও প্রায়ই ঢুঁ মেরে যাই, ইন্টারেস্টিং টপিক গুলোয়।
অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, যেটা গত বছরেও এরকম সময়ে চিন্তা করতে পারিনি।
শর্টকাট টপিক করতে চাইলে ছবির টপিক করাই বোধহয় সহজ, কি আর করা, সেটাই করি ...
বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেশনে তোলা
১। কলেজের রিসেন্ট ইন্টার্ন এন্ডিং এ তোলা ...
The Rise of the walking Dead .. by hridush, on Flickr
৩।
The Crowd. by hridush, on Flickr
৪। HDR এর চেষ্টা (টাঙ্গুয়ার হাওড়)
Trial at HDR. by hridush, on Flickr
৫। ভোলাগঞ্জ, সিলেটে
The New DSLR guy. by hridush, on Flickr
৬। কোন এক বৃষ্টি দিনে ...
We, who are about to fall. by hridush, on Flickr
দেখবার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।