Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

পুর্ণ হউক স্বপ্ন হাজারো . . . . . . , . . ..

$
0
0

পুরাতনের জীর্ণ ক্লান্ত রাত্রির অন্তিম প্রহর
তিমির রাত্রি ভেদ করে নতুন দিনের জোযতির্ময় সুর্যের আলো মনোহর।
প্রকৃতির নিসর্গ মঞ্চে ধ্বনিত হউক জীবনের সংগীত
নতুন দিনের আলোয় বয়ে আনে যেনো আনন্দের ইংগিত।
কুয়াশা কাটিয়ে উঠবে ঝলমলে রোদ
ঝেড়ে যেনো ফেলে দেই পুরাতনের বিদায়ের সাথে ছিলো যতো ক্রোধ।
এই তো সেদিনই ছিলো বছরটির শুরু
যায় যায় করে চলে গেল দুই হাজার বারো। 
জীবনের খাতা হতে ছিঁড়ে গেলো একটি পাতা
ছেঁড়া পাতার সাথে যেন চলে যায় অপ্রাপ্তির সব দুঃখ গাঁথা।
উৎসব হবে আনন্দ হবে
সবকিছুতেই পরিবর্তনের ছাপ রবে।
আবেগের প্রাধান্য ছিল শুধু একদা
ফিরে আসুক সব আন্তরিকতা বজায় থাকুক তা সর্বদা।
সব কিছুই করেছে গ্রাস আজ কৃত্তিমতায়
আবারো যেনো জীবন মেতে উঠে প্রকৃতির স্নিগ্ধ সজীবতায়।
আধুনিক জীবনে হৃদয়হীন আচার অনুষ্টানের মাতামাতি
মিলন হউক প্রাণের সাথে প্রাণের বদলে যাক কৃত্তিমতা রাতারাতি।
চোখ ঝলসানো চাকচিক্য শুষ্ক নিস্প্রাণ উৎসবে যেনো আজ হৃদয় দৈন্যের নগ্নতা
নতুনের স্পর্শে যেনো প্রাণ ফিরে পায়, কেটে যাক সব রিক্ততা।   
নব বর্ষে যেন ফিরে আসে আমাদের সেই হৃত গৌরব
হৃদয় পরিপুর্ণ হউক প্রসন্নতা, কল্যানী ভাবরসে, ছড়িয়ে পড়ুক সৌরভ।
খুঁজে যেনো পাই মনুষ্যত্বের অনুভব করার মহত্ত্ব
ফিরে যেনো না যাই সেই আধুনিকতায় যেথায় কৃত্তিমতা নিয়ে থাকতে হয় মত্ত।
নতুনের সাথে জীবন হউক সুন্দর, সত্যের গৌরবে,
উদ্ভাষিত হউক মংগলের গৌরবে, মহত্ত্বের গৌরবে।
পুরণ হউক আগামীদিনগুলোয় স্বপ্ন হাজারো
স্বাগত জানাই নতুন বছর দুই হাজার তেরো।


. . . . . . . . . . . .. . . . .
Mobile e type chhondo banan vul truti marjoniyo.


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>