Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

প্রথমবারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিব খান

$
0
0

চিত্রাভিনেতা শাকিব খান প্রথমবারের মতো কোনো পন্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। খাদ্যপণ্য প্রন্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ এর পরিচালক ইলিয়াস মৃধা এবং শাকিব খান ৩ জানুয়ারি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী শাকিব খান আগামী এক বছর ‘পাওয়ার’ এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনচ্চিত্রে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন প্রচারণায় অংশ গ্রহণ করবেন।
http://i.imgur.com/YExjj.jpg
এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘পাওয়ার’ এনার্জি ড্রিংক ইতোমধ্যেই বাংলাদেশর তরুণ প্রজন্মসহ বিভিন্ন মহলে কোমল পানীয় হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। অনেক বিদেশি পণ্যের মডেল হিসেবে কাজ করার অফার থাকলেও ‘প্রাণ’-এর মতো একটি জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেয়ে আমি খুশি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার ভক্তদেরকে নিয়মিতভাবে দেশীয় পণ্যের ব্র্যান্ড ‘পাওয়ার এনার্জি ড্রিংক’ পান করার জন্য উৎসাহিত করতে চাই।’ lol2

অনুষ্ঠানে প্রাণ বেভারেজ-এর চিফ অপারেটিং অফিসার শেখ আনিসুর রহমান, হেড অব মার্কেটিং (বেভারেজ) শক্সখ বসু, ব্র্যান্ড ম্যানেজার রোমায়েল হাসানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
http://glitz.bdnews24.com/binodonKhobor … ry=%275%27

প্রান যেমন তিনিও তেমন । তয় ছবি খানা কিন্তু সেইরকম হইছে  =)) =))  

Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>