যেনো গাছে গাছে
তিড়িং বিড়িং ফড়িং নাচে।
ক্লান্তিহীন
সারাদিন।
এই যে এত্তো ঠান্ডায়
বিরামহীন মত্ত খেলাধুলায়।
খাওয়া ধাওয়ার নাই ঠিক
খেতে বললে হেসে দেয় করে ফিক।
পড়া শিখাতে গেলে বলে মা,
চল তোমায় আমি শিখাই অ আ ।
ডাকব তোকে ধানি মরিচ
দুষ্টামী যদি আবার করিস।
ঠিক আছে দুষ্টামী আর করব না
ধানী মরিচ কিন্তু ডাকবা না।
বলতো কাকে বলে ধানী মরিচ?
এর মানে কি তুই জানিস!
জানি জানি এর মানে ঝাল বেশি
ঝট পট উত্তর, ঠোঁটের কোণে লাগিয়ে হাসি।
উল্টা আমাকে সে শাশায়
তুই বলে ডাকবা না আমায়।
আমি কিন্তু বাচ্চা না
বয়স আমার ১০২, বুঝছো মা।
হ বাবা তুমি হইলা আমার বাপ
বাচ্চাদের মতো বন্ধ এবার লাফ ঝাফ।
জেগে কাটায় অর্ধ রাত
খেলা করে গাড়ির সাথ।
এই পর্যন্তই আজ দুষ্টামীর ছড়া
আগামীতে ছড়া আসবে আরো দুষ্টামী ভরা।
Image may be NSFW.
Clik here to view.