বিয়ে করেন অথবা নাইবা করেন আসুন জেনে নেই কিছু তথ্যঃ
১।আমেরিকার কোন আইনে কিংবা ধর্ম সংক্রান্ত আইনে এমনটা নেই যে বিয়ের পর কনে কে বরের নামের শেষ ভাগ ভন করতে হবে।কিন্তু শতকরা ৭০ ভাগ আমেরিকানরা তাদের নামের পরিবর্তন করে।
২।কারণ সাদা পূর্ব সংস্কৃতির মধ্যে শোক রঙ তাই সাদা বিবাহের পোশাক হিসেবে কম গণ্য।
৩।বিবাহ অনুষ্ঠানে ধান নিক্ষেপ উর্বরতা, সমৃদ্ধি, এবং দানশীলতার প্রতিক।
৪।কিছু আফ্রিকান দেশে বধূকে গ্রহণ করা হয় এই বলে যে, "তুমি ১২ সন্তানের মা হবে!"
৫।আফগানিস্তানে, একটি মানুষ, যিনি একটি মহিলার বিবাহ করা চেয়েছিলেন তিনি তার কিছু চুল কেটে নেন বা তার উপর একটি চাদর নিক্ষেপ করেন এবং তার তার বধূ হিসেবে প্রচার করা হয়।