Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

হরতাল ডেকেছে জামায়াত

$
0
0

বায়তুল মোকাররম মসজিদের সামনে সভা করার অনুমতি না পেয়ে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত
http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/542331_488496521196132_7705651_n.jpg
আমাদের এইখানে এক পাগল আছে  ,পাগল হলেও ভাল একা একা বকা তার কাজ, কারোর ক্ষতি করে না যতক্ষণ কেহ তার স্বাধীনতায় বাধা না দেয় ,একদিন রাস্তায় ছাত্রলীগের মিছিল দেখে পাশের এক দোকানের  ভিতর অপেক্ষা করে মিছিল দেখছিলাম,সাধারন মানুষ মিছিলের জন্য পথ ছাড়লেও  পাগল পথের রাজা , যাক কোন এক ছেলে  পাগল এর জামা ধরে পিছন দিক দিয়ে টান দিল, আর কি; যা হবার তাই হল , পাগল খেপে ফুটপাতের ইট তুলে বৃষ্টির মত মিছিলে মারতে লাগলো । মিছিল কারিরা অন্য পার্টি আক্রমন করছে ভেবে হয়ত কিছুটা দৌড়াদৌড়ি করে পরে দেখল অন্য কেহ না  পাগল তার কাজ চালিয়ে যাচ্ছে । কে থামাবে  পাগল কে?? শেষে  পাগল এর পরম বন্ধু আরেক পাগল কাছে এগিয়ে এল বিড়ি টানতে টানতে , সে এসে ঐ পাগল এর ইট মারা দেখে হাতে ইট তুলে এদিক-সেদিক মারতে শুরু করে দিল,২য় পাগলের বিড়ি টা মাটিতে পরে গেলে ১ম পাগল তা তুলে নিয়ে শান্ত হল ।কয়েক টান দিয়ে ২য় জনকে দিয়ে দিলে সেও বিড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, ততক্ষণে মিছিল দূরে চলে গেছে । এক পাগল আরেক পাগলকে কিভাবে ঠাণ্ডা করল দেখে মনে পরল আমাদের প্রধানমন্ত্রি এখন ১ম পাগলের মত কাজ শুরু করে দিয়েছে ,ভালমন্দ জ্ঞান হারিয়ে ফেলছে তাই হাসিনাকে ঠাণ্ডা করতে আরে্কটা ২য় পাগলের দরকার তানা হলে জাতির কপালে মেঘের ঘনঘটা আছে।

tongue tongue tongue tongue

আপডেট ঃ হরতালটা আসলে ডাকলো কে !

এটিএন নিউজে দেখাইতেছে ইসলামী ছাত্রশিবির আর বাকিসব মিডিয়া দেখাইতেছে জামায়াতে ইসলামী ।
http://i.imgur.com/MUiGAHA.png

একেই কি বলে হলুদ সাংবাদিকতা?  tongue_smile


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>