Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

একসাথে ৫২ গরুর মৃত্যু

$
0
0

http://www.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01014/dead_cows_1014442c.jpg

একটু পুরণো খবর, তবে অভিনব এবং দুঃখজনক।

গত বছরের শেষ দিকের ঘটনা, উরুগুয়ের একটি র‌্যাঞ্চে বজ্রপাতের আঘাতে একসাথে ৫২টি গরু মারা পড়ে। সে দিন দুপুরে প্রচন্ড ঝড় হয়েছিলো। ঝড় শেষে র‌্যাঞ্চের মালিক মাঠে গিয়ে দেখেন তার সব গরু লাইন ধরে বেড়ার পাশে মরে পড়ে আছে।

পরে ফরেন্সিক বিশেষজ্ঞরা কারণ বের করেনঃ ধাতব তার দিয়ে বানানো বেড়ার কাছে থাকার কারণেই এই অভিনব দুর্ঘটনাটি ঘটেছিলো - সম্ভবতঃ প্রথমে বেড়ার উপরেই বজ্রপাত হয়, আর সেখান থেকে পাশে দাঁড়িয়ে থাকা গবাদি পশুগুলো বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা পড়ে।

কাকতালীয়ভাবে ঠিক এক মাস পর ইউগান্ডাতেও বজ্রপাতে ৫৩টি গরু মারা পড়ে - ঝড় থেকে বাঁচতে ওগুলো গাছের তলায় আশ্রয় নিয়েছিলো।

এবার বজ্রপাত নিয়ে কিছু ট্রিভিয়াঃ প্রতি সেকেন্ডে পৃথিবীতে গড়ে ১০০টি বিদ্যুত চমক আঘাত হানছে, দৈনিক ৮,৬ মিলিয়নবার বজ্রপাত হচ্ছে। শুধু আমেরিকাতেই প্রতি বছর ২০ মিলিয়নবার বজ্রপাত হয়।

এক একটি স্পার্ক দৈর্ঘে প্রায় ৫ মাইল লম্বা হতে পারে। এর তাপমাত্রা হতে পারে ৫০,০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর এতে ১০০ মিলিয়ন ইলেক্ট্রিক ভোল্ট থাকতে পারে।

ঠিক আপনার উপর বজ্রপাত পড়ার চান্স ৫৭৬,০০০ ভাগের মধ্যে ১ ভাগ, এবং বজ্রপাতে মৃতুর সম্ভাবনা ২,৩২ মিলিয়ন ভাগের মধ্যে ১ ভাগ।

এর হাত থেকে বাচঁতে হলে কি করতে হবে মোটামুটি সবাই জানেন। আরো কিছু টিপস দিচ্ছেন ওয়েদার এক্সপার্টরাঃ বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠে দাঁড়িয়ে থাকবেন না, কোন আশ্রয় না পেলে অন্ততঃ শুয়ে পড়ুন। কোন গাছ, ইলেক্ট্রিক পোল এগুলোর নীচে আশ্রয় নেবেন না। এ সময় পুকুর/পুলে সাঁতার কাটা বা বাড়িতে শাওয়ার নেয়া থেকে বিরত থাকুন। গাড়ী বা হেভী মেশিনারীর থেকে দূরে থাকুন। ল্যান্ডফোনে কথা বলবেননা। টিভি থেকে নিরাপদ দুরত্বে থাকুন, বিশেষ করে যাদেঁর ছাদে টিভি অ্যান্টেনা আছে। বজ্রপাত চলাকালে কোন ইলেক্ট্রিক যন্ত্রপাতিতে হাত দিতে যাবেন না।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>