আর কতো দিবে ব্যথা অলরেডি আহত,
বিষপানে মরে যাই যদি তুমি চাহো তো,
করবোনা একটুকু উঁহু আর আহ্ও তো।
কি করে যে মন জুড়ে প্রেম এলো কথিত,
সত্ত্বার সবখানে তুমি হোলে প্রোথিত,
তুমি ছাড়া রইলোনা আর কোনো গতি তো।
না পাবার দুঃসহ যন্ত্রণা সহি তো,
বেদনার নীল রঙ রক্তেতে বহিত,
জীবনের স্পন্দন হোলে হোক রহিত।
এপিটাফে লেখা থাক ‘এইখানে শায়িত,
বুভুক্ষু একজন ভালোবাসা চাহিত,
স্বেচ্ছায় হেরে গেছে, কেউ নয় দায়ী তো।'