আমি প্রজন্ম ফোরামের একজন নতুন ইউজার । আমি গত এক বছর ধরে থ্রিডি নিয়ে কাজ করে আসছি । থ্রিডি আমার নেশা । এক বছরে অনেক পরিশ্রম করেছি এবং অনেক শিখেছি । এখন আমি আমার মত আগ্রহীদের জানাতে চাই । আমি যে প্রোগ্রামটি ব্যবহার করি তা হল অটোডেস্ক এর মায়া । শুধু মায়া নয়, থ্রিডি নিয়ে আরো অনেক প্রোগ্রাম যেমন রিয়েলফ্লো, জিব্রাস ইত্যাদি নিয়ে আলোচনা করব । আমি ভাবছি একটা ব্লগসাইট তৈরী করব যেখানে আপনাদের নিয়মিত শেখাতে পারব । মাঝে মাঝেই এই জগতের অনেক নিউজ শেয়ার করব যা আপনাদের এবিষয়ে আপডেটেড রাখবে । এছারা প্রয়োজনিয় সফ্ওয়্যারের লিঙ্ক দেয়া থাকবে । যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তবে কমেন্ট করে জানান । পর্যাপ্ত সারা পেলেই আমি কাজে লেগে যাব । আশা করছি বাংলাদেশে আন্তর্জাতিকমানের থ্রিডি গ্রাফিক্স এক্সপার্ট হবার মত আগ্রহী ও প্রতিভাবান জনশক্তি আছে ।
↧