বাসনা
--------------------------------------------------------------
একদিন মনের নীল পেখম জুড়ে ছিল স্বপ্ন
ছিল বুকের গহীনে একটি ছোট্র নদি
সেখানে খুব গোপনে উঠত জোয়ার, আসতো ঢেউ
জমাট বাঁধা ছিল ভালোবাসা
যা কোনদিন বুঝলনাতো কেউ।
যতবার চেয়েছি একসাথে চলতে
যতবার চেয়েছি এইবার বলতে
খুব কাছে গিয়েও থমকে গেছি
ফিরে এসেছি সন্তর্পনে ঠিক ততবার
মনের দুয়ারের কড়াটি হয়নি নাড়া তোমার।
বাড়ি ছেরে ,গোলিটা পেরিয়ে, রাস্তায়
কতদিন নির্লজ্জের মতো দাঁড়িয়ে থেকেছি
একপলক তোমাকে দেখার অপেক্ষায়
সামনে দিয়ে তুমি হেটে চলে গেছ বহুদুর
আমি তাকিয়ে থেকেছি অপলক আর
মনে মনে ভেবেছি হয়তো তাকাবে ফিরে,
এইবার হয়তো ডাকবে কাছে আমায়
কিন্ত তুমি তাকাও নি
আমি চুপসে গেছি, না পাওয়ার হতাশায়।
আজো যখন আলোয় আলোয় ভরিয়ে দেয়
পূর্ণিমার ঐ বাকা চাঁদ
মনে জাগে অদ্ভুত বাসনা
সে ধরতে চাই তোমার ঐ হাত
ঘুমন্ত ভালোবাসাগূলো জেগে উঠে ঠিক তখন
তোমার কানে কানে যেয়ে বলতে চাই
ভুলিনি তোমায়
আজো আছি ঠিক তোমারই অপেক্ষায়।
------------------------------------------------
রহস্য মানব
১৯।০২।১০১৩