Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

রেক্স- প্রথম কৃত্রিম মানুষ

$
0
0

অবাক হয়ে গেলাম নিউজটা পড়ে। সাই ফাইয়ে উল্লেখ বায়োবট গুলো থেকে হয়ত আমরা আর ১০ বছর দূরে আছি । এটা সম্পর্কে নেট ঘেটে কেউ আরো বিস্তারিত শেয়ার করুন প্লিজ, যেমন এটি কি কি করতে সক্ষম। পারলে ভিডিও লিঙ্ক । জারনালিস্ট গুলা যে কি আল্লাহই জানে। আসল কথা না লিখে হাবিজাবি লিখে  mad

http://24.media.tumblr.com/4cf3148cb97ac726f82696800e43cb67/tumblr_mhdullCUbm1qza6bio1_500.jpg

রেক্স, পৃথিবীর প্রথম বায়োনিক মানব যার শিরায় রক্ত প্রবাহিত হচ্ছে, শরীরে আছে বৃক্ক, অগ্ন্যাশয় ও শ্বাসনালীর মতো গুরুত্বপূর্ণ অঙ্গ, তারপরও সে মানুষ নয়। এমনই এক বায়োনিক মানবের খবর জানিয়েছে সিনেট।

http://static.independent.ie/incoming/article29052191.ece/ALTERNATES/h342/bio.jpg
   
রেক্সের চেহারা মানুষের মতো এবং এর বিভিন্ন কৃত্রিম অঙ্গ-প্রতঙ্গ, যেমন অগ্ন্যাশয়, প্লীহা, বৃক্ক ও শ্বাসনালী রয়েছে। এমনকি এর একটি কার্যকরী কৃত্রিম রক্তসঞ্চালন প্রণালীও আছে। এটি লম্বায় সাড়ে ছয় ফিট এবং এর দাম প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার।

একদল রোবট গবেষক ‘হাউ টু বিল্ড এ বায়োনিক ম্যান’ শীর্ষক টেলিভিশন প্রামাণ্যচিত্র তৈরি করার সময় রেক্সকে তৈরি করেন। তারা বলেন, তাদের উদ্দেশ্য ছিল, বিজ্ঞানের সীমারেখা যাচাই করে দেখা। তারা দেখাতে চেয়েছেন, কিভাবে এখন আধুনিক বিজ্ঞানের সাহায্যে মানুষের আসল অঙ্গপ্রতঙ্গকে মানুষেরই তৈরি কৃত্রিম অঙ্গপ্রতঙ্গ দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব।

http://americanlivewire.com/wp-content/uploads/2013/02/Selection_023-208x300.png
গবেষকদের একজন, জুরিখ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী বারটোল্ট মেয়ার বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি পছন্দ ন্যানোপার্টিকল দিয়ে তৈরি এর কৃত্রিম রক্ত, যা আসল রক্তের মতোই অক্সিজেনকে সংকুচিত করতে সক্ষম। কিন্তু এটি তো আসল রক্ত নয়, এগুলো হচ্ছে ন্যানোপার্টিকল।’

এছাড়া মেয়ার কৃত্রিম কিডনি প্রতিস্থাপন নিয়েও বেশ আশাবাদী। ভবিষ্যতে হয়তো আর আসল কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হবে না।

রেক্সকে এই মুহূর্তে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে ‘হাউ মাচ অফ ইউ ক্যান বি রিবিল্ট?’ শীর্ষক প্রদর্শনীতে রাখা হয়েছে। এই প্রদর্শনী মার্চের ১১ তারিখ পর্যন্ত চলবে।

সুত্র- বিডী নিউছ ছব্বিস  tongue


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>