পক্ষ-১
২২ ফেব্রুয়ারী শুক্রবার স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে জামায়াত শিবিরের হাতে নিহত সবার জন্য বাদ জুমা মসজিদে দোয়া অনুষ্ঠান, সব ধর্মের প্রার্থনালয়ে উপাসনা।
http://banglanews24.com/detailsnews.php 2013176031
পক্ষ-২
কালকের গণবিক্ষোভে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন উলামায়ে কেরাম
নাস্তিক, মুরতাদ ও গোমরাহ ব্লগারদের শাহবাগে জড়ো হয়ে সরাসরি মহান আল্লাহতায়ালা, প্রিয় নবীজি, উম্মাহাতুল মু’মিনিন, ইসলামী বিধি-বিধান ও ইসলামী রাজনীতি তথা জিহাদের বিরুদ্ধে নির্লজ্জভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে আগামীকার শুক্রবার দেশের প্রতিটি মসজিদ থেকে গণবিক্ষোভে শরিক হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। মাওলানা আহমদ আলী কাসেমীর সাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, মহানবী (সা.)-এর মর্যাদা রায় সর্বোচ্চ কুরবানির জন্য প্রস্তুত হতে হবে। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তায়ালা বলেন, “কোনো ঈমানদার ‘নবীজির’ জীবন অপেক্ষা নিজেদের জীবনের গুরুত্ব বেশী দিতে পারে না।” অথচ আমাদের দেশের ৯২% মুসলমানের এদেশে নাস্তিক, মুরতাদ ও গোমরাহ ব্লগাররা শাহাবাগে একটি ইস্যূতে জড়ো হয়ে সরাসরি মহান আল্লাহতায়ালা প্রিয় নবীজি, উম্মাহাতুল মু’মিনিন, ইসলামী বিধি-বিধান ও ইসলামী রাজনীতি তথা জিহাদের বিরুদ্ধে নির্লজ্জভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার দুঃসাহস দেখাচ্ছে। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আগামীকালকের মধ্যেই (২২ ফেব্র“য়ারি) উক্ত কটুক্তিকারী ব্লগার ও নাস্তিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নচেত সরকারকে কঠিন মাশুল দিতে হবে।
শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বলেন, আল্লাহ ও মহানবী (সা.)-এর সম্মান রক্ষা এবং ইসলাম ও ঈমান হেফাজতের লক্ষ্যে হেফাজতে ইসলাম ও ইসলামী সমমনা ১২ দলসহ সব ইসলামী দলের পক্ষ থেকে আগামীকাল বাদ জুমা সারা দেশের সাড়ে চার লক্ষাধিক মসজিদ থেকে যে গণবিক্ষোভের ডাক দেয়া হয়েছে, ওই গণবিক্ষোভে অংশগ্রহণ করে প্রত্যেক মুসলমান ঈমানী দায়িত্ব পালন করুন।
রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদ থেকে সর্ববৃহৎ গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে দলমত ফেরকা নির্বিশেষে সবাইকে উপস্থিত হওয়ার আমাদের ঈমানের অংশ।
শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ আরো বলেন, সরকার আসে, সরকার যায় দুনিয়ার বুকে যুগে যুগে ইসলামের দুশমনদের জঘন্য ও শোচনীয় পরিনতি থেকে আমাদের শিা গ্রহন করতে হবে। মহান আল্লাহ, মহানবী (সা) ও ইসলামী বিধান নিয়ে কটুক্তি ও তামাশাকারীদের সকল অপতৎপরতা রুখে দেয়ার জন্য আমরা সর্বাত্মক কুরবানী করতে প্রস্তুত আছি। নাছরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। “আল্লাহ সাহায্য অবশ্যম্ভাবী”।
http://www.amardeshonline.com/pages/det SYZGfKK-y4
http://www.dailynayadiganta.com/new/?p=122898
পক্ষ-১ এর মধ্যে রাজিব ওরফে থাবা বাবাও আছে। এখন যেই সকল হুজুর বিএনপি বা ১৮ দল কে সাপোর্ট করে তার পক্ষে এই দোয়া করা কঠিন হয়ে যাবে।
পক্ষ-২ ইসলামের অপ-প্রচারকারীদের বিরুদ্ধে গণবিক্ষোভে AL বা মহাজোটকে সাপোর্ট করা হুজুরদের যাবার প্রশ্নই আসে না।
আগামীকাল বোঝা যাবে এলাকার হুজুর কোন দল করে । সাথে দোয়া করা নিয়ে মসজিদে মারামারি লাগার সমূহ সম্ভাবনা আছে।