শেরপুরের জেলার রামচন্দ্রপুরের নালিতাবাড়ী ইউনিয়েনের বিজগীরি গ্রামে গত ১৭ই ফেব্রুয়ারি রাত আড়াইটার সময় এই আয়জন।
১।
অনেক কষ্টে গ্রায় কাঁচা লাকড়িতে ক্যাম্প ফায়ার তৈরি করার হচ্ছে।
২।
৩।
এবার আগুনের কাছে আছে ইস্রাফীল।
৪।
এবার জ্বলেছে আগুন
৫।
৬।
৭।
আরো একটু উসকে দিতে হচ্ছে আগুন....
৮।
চলছে বারবিকিউ এর আয়োজন।
৯।
পরিস্কার করা হচ্ছে মুরগী
১০।
ধুয়ে পরিস্কার করে রাখা হয়েছে মুরগী গুলি, এবার মসলা মেখে আগুনে ঝলসানোর অপেক্ষা...
১১।
কয়লার তাপে মসলা মাখা মুরগী গুলি ঝলসানো হচ্ছে
১২।
কয়লার তাপে মসলা মাখা মুরগী গুলি ঝলসানো হচ্ছে, আর চমৎকার ঘ্রাণসহ হালকা ধুয়া উঠছে....
১৩।
হঠাৎ বৃষ্টি, কি আর করা দুটি চেয়ারের উপড় টিন দিয়ে কোনো রকমে কাজ চালাচ্ছি।
এরপর সবাই খাওয়া ব্যাস্ত ছিলাম, আর কিছুটা বৃষ্টির সমস্যার কারণে ছবি তোলা হয়নি।
অবশ্য অন্যের খাওয়ার ছবি না দেখাই ভালো।