দোচালার এরিয়ালে নিঃসঙ্গ এক বন্ধুকে...
-----------------------------------------------------------------------------
দোচালার এরিয়ালে নিঃসঙ্গ এক পাখ,
রোজ ভোরে তোমায় দেখি দাঁড়িয়ে এক ঠাঁয় – নির্বাক!
ইদানীং বিষন্ন রাতের মত ফোটে বিষন্ন প্রাতও
মেঘভারে মনভার আর
বাদলের দাগে ফোটে বিগত রাতের আঘাত যত!
রোজ রোজ তোমায় দেখি স্বচ্ছ জান্লা গলিয়ে – বরাবর।
মৌনতায় ঋদ্ধ, দৃষ্টি অগমে –ছাড়িয়ে দিগন্তের পাড় ।
জানো, তোমার মতই নেই কেউ আমার,
পাশে বসে দু’দণ্ড কথা বলবার।
তাই নীরবই থাকি।
তুমি এরিয়ালে, আমি এপাশে জান্লার।
দোচালার এরিয়ালে একাকীত্বের এক পাখ,
আফোটা আলোয় তোমায় ঘিরে থাকে যত আঁধারের ঝাঁক!
তোমার মাঝেই খুঁজে পাই আমার আমিকে –
প্রাতের নিঃসঙ্গ কবিকে...
তাই কখন যে বসে যাই তোমার পাশটিতে,
বন্ধুতার চিরায়ত আঙ্গিকে!
দোচালার এরিয়ালে হররোজের জবুথবু অচেনা পাখ,
চলো, খুলে দেই ঝাঁপি –
মিটে যাক আপন আপন ব্যর্থতার দুর্বহ দুর্বিপাক!
এসো কথা কই –
চঞ্চল হই নৈ:শব্দের দৃঢ় ভাষায়, ব্যথাতুর ব্যঞ্জনায়...
এসো বন্ধু হই, মিলি রোজ প্রাতে –
একটু হলেও ফুটুক আলো আমাদের নিত্যকার বিষন্ন সভায়!
-----------------------------------------------------------------------------------------
উদাসীন
২৭/০৪/২০১৩