দেশে এত বড় একটা প্রানহানীর ঘটনা ঘটলো। তিনশ এর বেশি মানুষ মারা গেলো আর প্রথম আলো এই সময়ে নর্তন কুর্দনের অনুষ্ঠান আয়োজন করলো। এদের কি বিবেক বলে কিছু নেই? তারা কি পারতো না অনুষ্ঠান স্থগিত করতে? শত মানুষের লাশের উপরে নাচানাচির আয়োজন করায় ধিক্কার জানাই প্রথম আলোকে!
সমালোচনার মধ্যে মেরিল-প্রথম আলো অনুষ্ঠান