Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

হেফাজতিদের ফাঁদ

$
0
0

এই হইলো কাহিনী । আগেই ধরবার পারছিলাম যে এসব দুঃস্থ অনাথ মাদ্রাসার পুলাপাইন ক্যান এত উত্তেজিত লাঠিসোটা নিয়ে আগাইবে । তাদের আসলেই বাধ্য করা হয়েছিলো বলেই আমার ধারনা ।



কোনকিছু না জানিয়েই নরসিংদীর একটি মাদ্রাসা থেকে হুজুররা ছাত্রদেরকে ঢাকায় নিয়ে যান বলে অভিযোগ করেছেন এক নিহতের পরিবার।

সোমবার ভোরে মাদ্রাসার দুই শিক্ষক ছাত্র মাহমুদুল হাসান জুবায়েরের (২০) লাশ শহরের সাটিরপাড়ার বকুলতলার বাসায় আনার পরই পরিবারের লোকজন তার ঢাকা যাওয়া এবং সেখানে মৃত্যুর কথা জানতে পারেন।

জুবায়ের সাটিরপাড়া বকুলতলার ট্রাকচালক আব্দুল বাসেতের ছেলে। সে মাধবদী খিলগাঁও দরগাবাড়ি মাদ্রাসার কাফিয়া হাফিজিয়া শ্রেণির ছাত্র।

আব্দুল বাসেত অভিযোগ করেন, হেফাজতের অবরোধ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য জুবায়ের ঢাকা গেছে এটা তিনি জানতেন না।

“ভোরে মাদ্রাসার জিলানী হুজুর ও আব্দুল কাদির হুজুর লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার পরই জানতে পারি সে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে,” বলেন বাসেত।

এ সময় জুবায়েরের বড় ভাই জাহাঙ্গীরও (৩০) পাশে ছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাসার হুজুররা পরিবারকে না জানিয়েই জুবায়েরকে ঢাকায় নিয়ে যান। সেখানে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

সকাল ১০টায় স্থানীয় নূরীয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জুবায়েরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নিহতের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। তবে হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মী ছিলেন না।

পরে জুবায়েরকে শহরের কাউরিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে অ্যাম্বুলেন্স বাসায় পৌঁছে দিয়েই দুই হুজুর চলে যান।

নিহত জুবায়েরের সহপাঠীরাও জানান, মাদ্রাসার শিক্ষকদের নির্দেশেই তারা ঢাকায় হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

এ ব্যাপারে কথা বলার জন্য মাধবদী খিলগাঁও দরগাবাড়ি মাদ্রাসায় গেলে সেটি বন্ধ পাওয়া যায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ পালিয়েছে বলে জানান স্থানীয়রা।

রোববার ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালায়। এতে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালানো হয় ব্যাপকভাবে।



সুত্র bdnews24.com


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>