ঐ বেটা বাহাদূর
ক্ষমতা তোর কতদুর?
৫৫ হাজার বর্গদূর।
কথা কস ফসঁ ফসঁ,
কাজ করোস বেহুদা।
মুখে বলোস আউল ফাউল,
লোকে তোরে পাগল বলে।
নাক লজ্ঝা গোলায় খাস,
বেহুদায় কথা কস।
৫ বাহিনীর কর্তা তুই,
হুকুম করিস শুধু তুই।
জেনে শোনে করছিস ভূল,
সামনে দিন অনেক দূর।
করিস নি আর হত্যার শুর-
গুম করে আর খুন করে,
থাকবি কতকালরে।
মারবি যত বাড়বে তত-
আন্দলোনের গতিরে।
রুখবি না সইবি-
বুঝবি না মরবি।
ঐ বেটা সরবি?
↧
ঐ বেটা বাহাদূর!
↧