পাখা নিয়ে পিপিলিকা পড়লো বিপদে,
এটা দিয়ে করে কী যে, হেথা সেথা লাদে।
আগুনটা দেখে ভাবে দিমু এতে ঝাপ,
হিট গায়ে লাগলেই ওরে বাপরে বাপ।
ম্যাৎকার ল্যাদানো মেধাহীন বাকোয়াজ,
যেন তারা নেশারু, গিলে খেয়েছে যে লাজ।
কাহিনীটা বানালো নাই ধারাবাহিকতা,
খাপ ছাড়া ভ্যা ভ্যা, বলে কত যে কথা!
ভাবে বুঝি পাবলিকও সকলেই খায় ঘাস,
যেনো তেনো বুঝালে, তাতেই যে হবে কাজ।
একজন ভ্যাভালেই বাকীগুলো কোরাসে,
ধরা খেলে চুপে ভাগে, ম্যাংগো পিপোলে হাসে।