সত্যিই এ একেবারে অভব্য ব্যাপার! সেভারাস এবং কাজী আলী নূর, আপনাদের এক অপরের পোস্টে উত্তর দেয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেয়া হচ্ছে। মাসখানেক এই নিষেধাজ্ঞা জারী করা গেলো। কেউ যদি কারো পোস্টে উক্তি করেন তো, দুই মাসের জন্য ব্যনড করে রাখা হবে। আপনারা কেউ কাউকে সহ্য করতে পারেন না। তো সেজন্য কেউ কারো পোস্টে মন্তব্য না করলেই হয়। আপনাদের ব্যক্তিগত অপছন্দ, ক্ষোভ, কাদা ছোঁড়াছুড়ি ইত্যাদি দিয়ে ফোরামের পরিবেশ অনুগ্রহ করে নোংরা করবেন না। সাধারণ প্রাজন্মিকরা এইসব শিশু সুলভ ঝগড়া (শেইম অন ইয়্যু) দেখার জন্য ফোরামে আসেন না। দয়া করে উভয়েই এই সাধারণ ব্যাপারটা মাথায় রাখবেন। ধন্যবাদ!
↧