১৯৭১'র ২৫শে মার্চ মধ্যরাতে
হয়েছিলো যে হত্যা-খুন,
লাশগুলো সব পড়েই ছিলো
যায়নি সরানো কয়েক দিন।
২০১৩'র ২৪ এপ্রিল
সাভারে রানা প্লাজায়
ধ্বস নেমে যে মানুষ মলো
১১ দিনেও লাশ বেরোয়
২০১৩'র ৫ই মে খুন হলো নাকি
আমজনতা আড়াই হাজার
রাত আড়াইটায় অপারেশন
ভোর চারটায় নাকি সব ক্লিয়ার!
বিরাট তাজ্জব ব্যাপার রে ভাই
হেফাজতি ঐ চাপার জোর
আড়াই হাজার লাশ সরে গেলো
পাবলিক কি সব গাঁজা খোর
তথ্যপ্রযুক্তির এই যুগেতে
প্রমাণ নাকি নাহি যায় পাওয়া
প্রমাণ ছাড়াই কান কথাতে
গুজব রটেছে হেথা-হোথা
"খোমেনি সিন্ড্রম" দেখালো যাঁরা
এবারেও যে তাঁরাই নাচে
এক মাহমুদুর জেলে তো কি হয়
মাহমুদুর কি আর কম আছে?
দেশের মানুষ শিক্ষিত হলে
কথা শুনেই আর নাচবে না
বিচার-বিবেচনায় নিলে
ভন্ডামি যে টিকবে না
সেসব কথা বুঝেই কিনা
নব্য দালাল ভূঁই ফুঁড়ে
তথ্যসুত্র ছাড়াই যে এঁরা
বিশাল বিশাল হাঁক ছাড়ে।
গনমাধ্যম এঁড়িয়ে তাঁরা
ফেসবুকেতে সক্রিয়
সত্য কথা সহজভাবে
বলতে বড়ই কুন্ঠিত
দুইয়ে দুইয়ে চার হবেই
ছয় কিবা পাঁচ হবে না
ঔ দেখোরে, ঔ শোনোরে
বললে তো আর মানছি না
কে দেখেছে, কে দেখেছো
প্রমাণ নাহি দিলো হায়
একটা কথাই ঘুরে ফিরে
"আড়াই হাজার, আড়াই হাজার" - কচকচায়।
ঈমান রক্ষায় সক্রিয়
নাবালকদের দিয়ে যাঁরা
নাবালকের ফরজ যে কি! মায়ের সেবা, আল্লাহর রসূলের হুকুম
ভুলেই গেলো সব এঁরা
জায়নামাজ, দাঁতন আর শুকনো খাবার
এই নিয়েই যে আগমন
সমাবেশের মাঝে দেখি
বাঁশের লাঠির আস্ফালন
যদি ওঁরা নিজেদের না হয়
কেন তখনই দূরো করোনি?
পুলিশের বাটাম খেয়েই
উল্টেগেলো? জোশিলা তৌহিদি
পরে কেনো দোষো এঁকে-তাঁকে
এটা তো দ্বীন ইসলাম নয়
নিজের সুবিধা মতোন কথা বলা
সুবিধাবাদির পরিচয়
হাদীস-ক্বুরআন ছেড়ে যাঁরা
রাজনীতির কূটযন্ত্রে
শিশু-যুবার খুনে রাঙেন
উল্টে দোষেন অন্যকে
ইসলামকে পুঁজি করেই
হিন্দুস্তান-পাকিস্তান
বাংলাদেশ কেন স্বাধীন হলো
আছে কি জানা ভাইজান?
পাকিস্তান তো মুসলিম দেশ
শাসনতন্ত্র ইসলামী
তবে কেন আজো সেথায়
বোমা ফাটায় জিহাদী?
গুলি-বোমা যে হেথায় সেথায়
কারোরই তো রেহাই নাই
জুম্মার জামাত কিংবা রাস্তা-ঘাট
নিরাপদ নয় কোনটাই
বাংলাদেশে আর যাই হোক
রাজনীতির খেল রাস্তাতেই
পাকিস্তানে গেলে সেটা
মিলছে দেখো মসজিদেই
ওটাই কি তবে সঠিক শাসন
বলো দেখি ভাই তোমরা
ইসলামী শাসন, ইসলামী আইন
চিল্লিয়ে রগ ফুলাচ্ছো যাঁরা
দ্বীনের দাওয়াত নরম ভাষায়
নয়কো সেটা হুমকিতে
মক্কা বিজয় দিবসটা যে জ্বলজ্বলে,
ক্বুরআন আর হাদীসে।
ইসলাম নয় ধর্ম এমন মিটবে যেটা
এক ফুঁ তেই
এঁর রক্ষাকারী, মালিক
আল্লাহ তা'য়ালা স্বয়ং নিজেই
আমজনতা এখনো যদি
'বায়োস্কোপে'ই মজে রও
নিশ্চিত থেকো -- 'বিপদ ভারী'
সেই দিন থেকে আর দূরে নও।