মিস করি শৈশব, মিস করি বৃষ্টি,
মাঠে ভিজে ফুটবল, কত অনাসৃষ্টি।
শর্তটা দিলো বাবা, যত খুশি খেলতে,
কান ব্যাথা হলে পরে, পারবিনা বলতে।
কাঁদাপানি মাখামাখি, স্লাইডিং ট্যাকেলে,
কান ব্যাথা শুরুতেই, ধ্যাৎ যাই, কে খ্যালে!?
কতবার ভিজলাম, হাঁটি মাঝ রাস্তায়,
বৃষ্টিতে ভীত লোক, ঝাঁপ থেকে যে তাকায়!
জমে থাকা পানিতে, কলামোচা নৌকা,
ব্যাঙ লাফে দৌড়ায়, খোলা ভাঙ্গা চৌকা।
ছাতা কার উল্টায়, জোর এক ঝাপটায়,
খোঁজে তাই যে আড়াল, দৌড়ায়, পিছলায়।
আজ হায় বন্দী, থাকি নিজে অফিসে,
পুঁজির এই কামলা, খুঁজি স্মৃতি নিমিষে।
উদাসীন হয় মন, ক্ষনিকের জন্য,
বৃষ্টির সোঁদা ঘ্রান, আজ দামী পণ্য।