Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

অ্যান্ড্রয়েড ফোন কিনে বেশ ঝামেলায় আছি। সবার একটু সহযোগিতা চাই প্লিজ...

$
0
0

অ্যান্ড্রয়েড ফোন কিনে বেশ ঝামেলায় আছি। বুঝতে পারছি না কিভাবে কি করব। তাই সবার একটু সহযোগিতা চাই প্লিজ....

১. রুট কি? এটা কেন করতে হয়?
২. রুট করলে সেটের কোনো সমস্যা হবে না তো?
৩. রুট করলে সেটের ওয়্যারেন্টি পাওয়া যাবে?
৪. আমার ফোনের মেমরি ১৬০ এমবি। এক্ষেত্রে প্রশ্ন হল, কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে সরাসরি ফোনের মেমরিতে সেটাপ হয়। এতে ফোন অনেক স্লো হয়ে যায়। সেক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন সরাসরি মেমরি কার্ডে সেটাপ করা যায় কিভাবে?
৫. ফোন মেমরিতে কোনো অ্যাপ্লিকেশন সেটাপ দিলে তারপর সেটা মেমরি কার্ডে মুভ করলে সেই অ্যাপ্লিকেশনগুলো চালাতে পরে কোনো সমস্যা হতে পারে কি?
৬. প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে সেটা সরাসরি ফোনে সেটাপ হয়ে যায়। এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা প্রথমে শুধু ডাউনলোড করে রেখে পরে সময়-সুযোগ মত সেটাপ দেওয়ার কোনও পদ্ধতি আছে কি?
৭. প্লে স্টোর থেকে কোনও কিছু ডাউনলোড দিলে সেটা সেভ হয় কোথায়?
৮. ফোনে অথবা মেমরি কার্ডে ইনস্টলকৃত অ্যাপ্লিকেশনগুলো ব্যাকআপ এবং রিস্টোর করা যায় কি? পদ্ধতিটা কি?
৯. এক মেমরি কার্ডের অ্যাপ্লিকেশনগুলো অন্য কোনো মেমরি কার্ডে ট্রান্সফার করে চালাতে  কোনো সমস্যা হয় কি?
১০. অ্যান্ডয়েড ফোন কিনে গুগলে অ্যাকাউন্ট করতে হয় কেন? এতে লাভ কি?
১১. ফোনে কি ভাইরাস ঢুকে? অ্যান্ডয়েড লিনাক্স কার্ণেল-এর উপর ভিত্তি করে তৈরি হলে তো ভাইরাস ঢুকার কথা না। তারপরেও অনেকে অ্যান্টিভাইরাস ব্যবহার করে কেন?
১২.ফোন স্লো হলে করণীয় কি?
১৩. ফোনে চার্জ যায় অনেক। চার্জ কম যাওয়ার কোনও উপায় আছে কি?
১৪. বাংলা লিখতে পারছি না। বাংলা লেখার উপায় কি?
১৫. প্লে স্টোর ব্যতিত অন্য কোনো সোর্স থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করলে কি সমস্যা হতে পারে? অনেকেই দেখি এটা করে থাকেন।
১৬. প্লে স্টোর থেকে পিসির মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফোনে সেটাপ দেওয়া যায় কি? সেটা কিভাবে? এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি?

অনেক প্রশ্ন করে ফেললাম। কি করব বলুন, এগুলোর উত্তর জানা না থাকার কারণে ফোন ঠিকভাবে ব্যবহার করতে অনেক ঝামেলা হচ্ছে ! তাই সবাই একটু সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকব। সবার জন্য অগ্রিম শুভেচ্ছা।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles