ব্যারামটা পুরাতন, কিছু ভাল্লাগেনা,
হতে পারে যে কারো, বয়সটা মানে না।
সবজান্তারা বলে, ঠ্যাঙালেই সব ঠিক,
কষে মাইর দিলে পরে, দৌড়ায় দিক-বিদিক।
সামাজিক মানবে, চায় সামাজিকতা,
বিপরীতে চলে যদি, শুধুই অরাজকতা।
বাস্তব যে কঠিন, জানে সবে যে দাদা,
আশ্রয় ফেসবুক, সেথাতেও যে কাদা।
আমাদের সবকিছু, বাউন্ডারী এটুকুই,
সবি তার দুষিত, কোথা যাই বাহে মুই!
যদি দেই বাড়িয়ে, বাগানটা এ মনে,
সৃষ্টির ফুল পাতা, থাকে যেই কাননে।
কখনো কি বাইরের, বিষবায়ু ঢুকবে?
সবুজ আর কচি পাতা, শুষে সব শুধবে।
অজানাকে জানা এক, উৎসাহ যে ভীষন,
অপরকে জানানোও, শান্তির এ মিশন!
চারিদিকে নোনা জল, নীচতার সাগরে,
সৃষ্টির উল্লাসে, আনন্দ আভারে।
ফ্যান্টাসি নয় মোটে, এ যে বড় বাস্তব,
মালিগিরি কাজটাই, দুরে রাখে পঁচা সব।