কষ্টের তালিকায় দ্বিতীয় স্থানে আছে Third Degree Burn.
প্রথম স্থানে?
এই সর্বোচ্চ এবং ভয়াবহ কষ্টটি ভোগ করেছেনে আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে।
অথচ তাঁকে কত কষ্ট দিয়েছি, দিয়ে যাচ্ছি এবং শেষও হবে না কোনদিন এ দেয়ার মিছিল।
কিন্তু তিনিতো মা। হয়তো একটু চোখ রাঙাবেন কিন্তু ঠিক ঠিক জানি তিনি সব মাফ করে দিবেন।
ভালবাসি তোমাকে মা। শুধু আজকের দিনে না সব সময় সব অবস্থায়। সব ভুলভ্রান্তি মেনে নিয়ে আমাকেও ভালোবেসে যেও, প্লিজ।
নিচের কবিতাটি বিষ্ণুপ্রিয়া সাহিত্যের কবি শিবেন্দ্র সিংহ’র। তাঁর জন্ম ভারতের শিলচরের পূর্ব সিঙ্গারিতে।
.........................................................................................................................................................
ক্ষমা করো না মা এই রত্নাকরকে
যতদিন বাল্মীকি হতে পারিনি
তোমার ছেঁড়া শাড়ি, মরিচাধরা কানের ঝুমকা
আর মলিন নোলক দেখেও বসে আছি অথর্ব সন্তান
ক্ষমা করো না মা এই রত্নাকরকে
তোমার অনাদরে বেড়ে ওঠা দীর্ঘ নখ
শরীরের ময়লা আর জটাধরা রুক্ষ চুলের দিকে
চেয়েও নিরব আছি, এখনো
ক্ষমা করো না মা এই রত্নাকরকে
বাল্মীকি হইনি যতদিন
কোটরে ঢুকে যাওয়া তোমার দুটো চোখ
বুকের কঙ্কাল, হাড়, চুপসে যাওয়া স্তন
একদিন এ জগতে অমৃত ঢেলেছে প্রাণে;
কোন কিছুই পারল না আগুন ধরাতে এই মনে
ক্ষমা করো না মা এই রত্নাকরকে
যতদিন বাল্মীকি হইনি।