কেমন আছেন সবাই?
আমি, শাহান সাজিদ আরজু চলে এলাম প্রজন্ম ফোরামের নতুন অংশীদার হতে। ফোরামটি ভালো লেগেছে তাই আর কোন বিলম্ব করার ইচ্ছে হয়নি আমার। রেজিন্ট্রেশন করে নিলাম।
নিজের ব্যাপারে বলতে গেলে বেশি কিছু বলার নেই। আমি এক অলস লোক যার কাজ শুধুই কম্পিউটারে বসে বসে বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করা, ফেসবুক এবং ইউটিউবেও বেশ সময় কাটানো হয়। নতুন একটি দুনিয়ায় চলে এলাম। আশা করি সবার সাথে একটি সুন্দর সম্পর্কের বন্ধন তৈরি করে নিতে পারব।
ধন্যবাদ সবাইকে।