অভিজ্ঞতার দোকান খানা,
খুঁজতে ভীষন হই হয়রান।
কর্মবাজার, এন্ট্রি যে নাই,
কিনতে যে চাই, দুই-চারখান।
বেতন অফার মজুর-লেবার,
চায় যে স্নাতক, অবাক ব্যাপার!
আছে লজিক, তাঁদের দিকে,
ডিগ্রী বোঝাই, বেকুব কাজে।
এন্ট্রিতে তাই, বেতন যে নাই,
ক'মাস ধরে, কাজ যে যাচাই।
কিন্তু হেথায়, প্যাঁচ যে ভীষন,
হারায় কাজের, মোটিভেশন।
কেনই তবে, এই প্রবেশন?
বছর ঘুরে, নাই প্রমোশন?
রক্তচোষা কম্পিটিশন,
চায় কি শুধুই, বসকে তোষণ?
সবখানে নয় এক কাহিনী,
বেতন ভাল, পরশমনি;
যে যায় সেথায়, ভালই কাজে,
রিটার্ন দেয়ার, সুযোগ খোঁজে।
কিন্তু বেকার, ফ্রেশ গ্রাজুয়েট,
এক্সপেরিয়েন্স, চায় যে গবেট ... ...
দোকান যে চাই, ইন্টার্নশীপের,
থাকলে এমন, চিন্তা কিসের।
বলি ও স্যার, ভার্সিটিতে,
দেন না এটা, সিস্টেমেতে,
তাইলে বাঁচি, এই হ্যারাসে,
বলছি কেঁদে, জোর কোরাসে।
(একটা ভাল শিরোনাম দেয়া বড়ই ঝক্কি! এটার একটা যুৎসই শিরোনাম প্রস্তাব করার অনুরোধ থাকলো)