Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ধরছি রে! ধরছি ! ক্লাশে বসে এসব কি?

$
0
0

আজ আমার একটা ক্লাশ ছিল সকালে। তো, ক্লাশে স্যার পড়াচ্ছেন আর আমরা নোট করে নিচ্ছি। হঠাত আমার ডান পাশ থেকে শুনি kiss এর শব্দ! আগেও একবার শুনেছিলাম বোধহয়, খেয়াল করিনি। এবার তাকিয়ে দেখলুম... হিক... হিক... আমার এক ক্লাশমেট আরেকজন মেয়েকে kiss করতেসে! ওরে বললাম, তাইলে ঘটনা হ্যাজ! খারাও, ক্লাশ শেষ হওক। এরমধ্যে কয়েকজন টের পেয়ে হৈ চৈ করে উঠতেসিলো, আমি তাদের থামায়া বললাম- অখন চুপ যা, ক্লাশ শেষে....ধরমু নে।

ক্লাশ শেষ হওয়ার পর চারজন মিলে ঐ ক্লাশমেটরে ধরলাম- ঘটনা কি মিয়া? ক্লাশে এইসব কি? প্রথমে সে তো পুরাই অস্বীকার করলো... পরে জেরা করাতে স্বীকার করলো- ওর বান্ধবী, তাই একটু... হিক... হিক... kiss করসে আর কি!

যাইহোক, তারে ওয়ার্নিং দিলুম এরপর থেকে খেয়াল রাখমুনে তাগো প্রতি। হিক... হিক... অখনো বাসায় এসে হাসতেছি... বেচারা! হিক... হিক... big_smile big_smile big_smile big_smile big_smile big_smile big_smile big_smile big_smile


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>