Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

মা দিবসের সুখ+দু:খ.........

$
0
0

কতদিন দেখি না মা'রে......
......................কাজী ফাতেমা ছবি
................................................
বড় স্বার্থপর হয়ে গেছি
কি করে পারি থাকতে, না দেখে মা'কে
পাঁচশ দিন হয়ে গেলো প্রায়
জড়িয়ে ধরি না তোমায় মা ।
অনেক স্বার্থপর হয়ে গেছি মা,
তবে মনে হলেই কেমন জানি,
বুকের ভিতরটা মোছড় দিয়ে উঠে।
মা, আমার কেউ নেই এখানে
কেউ ভালবাসে না তোমার মত sad
কত রাত চলে যায় না খেয়ে
নিজের প্রতি অবহেলাই শুধু করে যাই,
তুমি কাছে নাই তাই হয়তো sad
মা জান, ব্লাড ডোনেট করেছিলাম সেদিন
ক্লান্ত হয়ে বাসায় ফিরে তোমাকেই অনুভব করেছি শুধু,
ভাবতে পারো কি!!!
সেদিন আমায় কেউ বলেনি,
তোমার এখন দুধ অথবা ডিম খাওয়া প্রয়োজন অথবা
খেতে পারো এক গ্লাস শরবত [_]।
তুমি কাছে থাকলে কি মা,
এমন হতে দিতে পারতে?
কিছুই খাইনি সে দিনগুলোয়
অভিমানী হয়ে পার করেছি কত দিন কত রাত :'(।
বুঝতে যে হয় না দেরী! মা'ই পৃথিবীর সবচেয়ে আপন,
কথাগুলো লিখতে গিয়ে চোখ ঝাপসা
হয়ে আসে কেনো মা?
অশ্রুসিক্ত হয় দু'নয়ন :'(।
তুমি ছাড়া সবাই অবহেলা করে কেনো আমায়?
কেউ ভালবাসে না ।
মা শুন,
এত মন খারাপের মাঝেও আমি আজ
অনেক খুশি, অনেক আনন্দ মনে করছে খেলা
আমিও নই এখন আর হেলার পাত্র!!
তোমার ভালবাসায় যেমন হতাম সিক্ত
সব হারানো এই আমি নই এখন আর রিক্ত।
আমি পেয়েছি মা দুইটা হীরা পান্না
তাদের ভালবাসায়ও আজ আমি হয়েছি সিক্ত
এই প্রথম পেয়েছি অনেক বড় গিফট
সীন+মীম আমাকে মা দিবসে
রং তুলির আঁছড়ে ভরিয়ে দিয়েছে মন ♥।
ওরা যখন আদর করে, ভালবাসে
তোমায় খুব মনে পড়ে মা।
এখন তুমি কিন্তু একাই মা না
আমি মা হয়ে গেছি মা !!
আমি এখন পৃথিবীর সকল বাচ্চার মা,
মা তুমি যেমন গর্ব করে বলতে পারো যে আমি মা,
আমিও গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমিও মা।
দোয়া করো মা,
আমি যেনো মায়ের মত মা হই..........
শ্রেষ্ট সন্তানের মা হতে পারি যেনো
দায়িত্ব পালনে যেনো কভু নাহি করি হেলা।
শেষে বলি মা, তুমি অনেক ভাল থাক
আর অপেক্ষায় প্রহর গোনো

এই আমি আসছি বলে.............

♥♥ অনেক ভালবাসি মা ♥♥
https://lh6.googleusercontent.com/-95-QV_ZdbkM/UY8bX5U_nnI/AAAAAAAARqI/yfxwUWz75jw/w497-h373/tumblr_mlhgafvfjs1s1xbe9o1_500.gif
এ্যানিমেশন নেট সংগৃহীত
===========================================================
তা-সীন + তা-মীম টিভিতে এড দেখে আবার পেপারে মা দিবসের কথা শুনে আমাকে জিগ্যেস করছিল মা
মা দিবস কোনদিন । আমি বললাম ১২ তারিখে । আমি যখন অফিসে আসি তখন তা-মীম ঘুমেই থাকে ।
মা দিবসে অফিসে চলে আসি । যথারীতি বাসায় ফিরি সন্ধ্যায়........ দুই ছেলে তাদের খাতায় তারা নিজেরাই ড্রয়িং করে রাখে । আমি বাসায় ফিরার পর প্রথমেই অনেকগুলো পাপ্পি দিয়ে তারপর আমাকে সারপ্রাইজড হিসাবে এই উপহারগুলো দেয়...................

মা দিবসের উপহার........ আমার শ্রেষ্ট উপহার..........

১। তা-মীম এঁকেছে........
http://i.imgur.com/mYadG3Z.jpg

২।  তা-সীন এঁকেছে........
http://i.imgur.com/hjadwrR.jpg

৩। তা-সীন এঁকেছে........
http://i.imgur.com/XFa0zhy.jpg


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>