২৫শে মে ২০১৩ , ঢাকার থেকে রওনা হলাম সকাল ভালূকার উদ্দেশ্যে, সকাল ১০টায় উঠলাম ময়মনসিংয়ের একটি বাসে, বাসটি প্রায় দু'ঘন্টা যানজটে পড়ে গাজীপুর লিংক রোড এবং গাজীপুর চৌরাস্তায়, জ্যাম ঠেলে গাজীপুর চৌরাস্তা পার হয়ে বাসটি ১২টায় স্লো-করে যাত্রী উঠাবার জন্য, এমন সময় আমার একটি ফোন আসে - আমি জানালার পাশে বসে ফোনে কথা বলছি - হঠাৎ করে একটি হাত বিদ্যুৎ গতিতে বাহির থেকে আমার ফোনটি ছিনিয়ে নেওয়ার জন্য "থাবা" মারেন, তার "থাবাটি" আমার গলার কাছে লাগে, মোবাইলে স্পর্শ করতে পারেনি, তাই অল্পের জন্য মোবাইলি রক্ষা পেলো !
↧