মাত্র একটি ছবি শেয়ার করছি সেজন্য আগেই মাফ চেয়ে নিলাম। তবে ছবিটিকে শুধু ছবি হিসেবে নিলে হয়তো অন্য সব ছবির ভিড়েই একটা ফেলতাম। কিন্তু পারলাম না সেটা করতে।
আসুন ছবিটি দেখে নেই।
Childhood Differs .. ! on Flickr
দেখতে অনেক খারাপ ই লেগেছিল। তোলবো না ভেবেও কি ভেবে তোলে ফেললাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া ওই পিচ্চি মেয়েটার জায়গায় আমি কখনো ছিলাম না, তাই তার দুঃখ বোঝা আমার পক্ষে সম্ভব না যতোই তার জন্য আমার খারাপ লাগুক।