পতিত
-----------------------------------------
তালের সারি বরিন্দ দেশে
লাল মাটির গাঁ
তাল গাছেতে বাবুই , মাঠে
হুট্রা পাখির ছা ।
পা ফাটা সব মানুষগুলোর
শক্ত-দ্ঢ পেশি
বর্গা চষে এঁটেল কাদায়
ওরাই পতিত বেশি।
পতিত জমির আইলগুলো সব
জুটতো যদি ভালে
থাকতো নাতো জীবন ওদের
পতিত কোনকালে।
------------------------------------------
রহস্য মানব
০১/০৬/১৩