জীবন
একটি জীবন এত চাওয়া
জীবনজুরে এত মায়া
একটু হাসি একটু আশা
একটুখানি ভালোবাসা ।
এইতো জীবন সবারই চাওয়া
কিন্তু হয়না সবারই পাওয়া
ভাগ্যের এই ষোলকণা
পুরোটাইতো অজানা ।
ভাগ্যে আছে কি লিখা
পুরোটাই কি কাদাঁয়ে মাখা
জীবনটা কি আকাবাকা
রংহীন নিশ্চুপ ফাকা ।
ভাগ্যে আছে কি লিখা
পুরোটাই কি উজ্জ্বল শিখা
মুক্তো জীবন সফলতা
সুন্দর করে সবই আঁকা ।
জীবনের এই ক্যানভাসটা
ছোট্ট একটি ঘড়ির কাটা
রংহীন বা রঙ্গীন সময়টা
শেষ হবে বাজলে সমাপ্তির ঘন্টা ।