Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

জীবন - একটি কবিতা - মাহীর

$
0
0

জীবন

একটি জীবন এত চাওয়া
জীবনজুরে এত মায়া
একটু হাসি একটু আশা
একটুখানি ভালোবাসা ।
এইতো জীবন সবারই চাওয়া
কিন্তু হয়না সবারই পাওয়া
ভাগ্যের এই ষোলকণা
পুরোটাইতো অজানা ।
ভাগ্যে আছে কি লিখা
পুরোটাই কি কাদাঁয়ে মাখা
জীবনটা কি আকাবাকা
রংহীন নিশ্চুপ ফাকা ।
ভাগ্যে আছে কি লিখা
পুরোটাই কি উজ্জ্বল শিখা
মুক্তো জীবন সফলতা
সুন্দর করে সবই আঁকা ।
জীবনের এই ক্যানভাসটা
ছোট্ট একটি ঘড়ির কাটা
রংহীন বা রঙ্গীন সময়টা
শেষ হবে বাজলে সমাপ্তির ঘন্টা ।


https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/945318_298187680316313_453952810_n.jpg


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>