আমি মোঃ রায়হান আলি, রাজশাহী পলিটেকনিকের পুরকৌশল বিভাগের একজন ছাত্র, থাকি রাজশাহীর রেইলগেট এলাকায় । ব্লগিং করার সখ অনেক আগে থেকেই, মনে হচ্ছে একটা ভাল সাইট পায়েগেলাম
। এখানে আসার আমার কারন টা হচ্ছে, আগে পিসি বিষয়ক বিভিন্ন টপিকে গুগল সার্চ দিয়ে প্রজন্ম ফোরামের সহায়তায় তার সমাধান পায়েছি (এভাইবে করে আমার ওনেকটা লেখা পড়া হয়েগেছে)। বলতে পারেন আমি আগে থেকেই এখানকার লেখা পড়ি। তাই চিন্তা করলাম যে ফোরাম দ্বারা উপকৃত হচ্ছি সেখানে এবার নিবন্ধন হয়েই নেই।
সবার সহায়তা কামনা রইল।