এক নাম করা ডাক্তার এর ছেলে সদ্য মেডিকেল থেকে পাশ করে এসেছে। এসেই বাবার চিকিৎসা ব্যবসায় সাহায্য শুরু করল
তো এই দেখে ডাক্তার ভাবলেন দিন কতক ছুটি নিয়ে ঘুরে আসা যাক
সাতদিন পর ফিরে কেমন চিকিৎসা দেওয়া হচ্ছে ও ক্লিনিক কেমন চলছে জানতে চাইলে ছেলে বলল
বাবা মিঃ বাপ্পা আর তার বাবা যাদের চিকিৎসা তুমি ছয় সাত বছর ধরে করছিলে আমি ওদের একেবারে ভাল করে দিয়েছি......
"বটে!!... তা এই ছয় সাত বছর তোমার মেডিকেলে পড়ার খরচ কে দিয়েছে সেটা জান তো??"
*******************************************************************
একজন উদাসীন রাস্তা দিয়ে হাটাহাটি করছিলেন তো দেখলেন একটা খালি গাড়ী একা একাই আস্তে আস্তে এগিয়ে আসছে। কোন এক্সিডেন্ট ঘটে যেতে পারে তাই তাড়াতাড়ি বন্ডের মত গাড়িতে উঠে হ্যান্ড ব্রেক কষে দিলেন। ঘ্যাঁচ করে থেমে গেল গাড়ি। নিজের বীরত্বে নিজেই মুগ্ধ উদাসীন।
এমন সময় একটি লোক পাশে এসে দাঁড়িয়ে বলল -- "আমার গাড়িতে আপনি কি করছেন??"
"আপনার গাড়ি একা একা গড়িয়ে যাচ্ছিল তাই আমি হ্যান্ড ব্রেক দিয়ে এটা থামালাম"
লোকতো রেগে বলল " আমি জানি। গাড়িটা আমিই ঠেলে নিয়ে যাচ্ছিলাম"
*******************************************************************
ছবিঃ ডাক্তার সাহেব, আমার উনিকে একটু দেখুন...... সারাদিন ব্যাংকের কাজের চাপ, রাতে ঘুমাতে পারে না...। ভাল করে কথাও বলে না... খুব খারাপ অবস্থা......
ডাক্তার চেকাপ করে ঔষধ লিখে দিলেন
ছবিঃ কখন কখন খেতে দিব??
ডাক্তারঃ এই ঔষধ আপনার হাসবেন্ড নয়, আপনি দুটো করে রাতে খাবেন
ছবিঃ আমি??
ডাক্তারঃ হ্যাঁ, দুদিন শান্তিতে ওনাকে ঘুমাতে দিলে উনি এমনিই ভালো হয়ে যাবেন
*******************************************************************
দস্যুঃ আচ্ছা পালাশ, তুমি কিভাবে কাপড় ভাগ কর??
পলাশঃ দুইভাবে...... এক ময়লা কাপড়, দুই ময়লা কিন্তু পরিধান যোগ্য কাপড় ......
*******************************************************************
নিউইয়র্কের ব্যস্ত দিনে এক পার্কে বসে আছে এক বালক। হঠাৎ এক ভয়ঙ্কর কুকুর এসে ছেলেটাকে তাড়া করল। কুকুর পিছে পিছে বালক আগে আগে... এভাবে কিছুক্ষণ চলার পর বালকটি একটি কাঁটাতারের বেড়া পার হবার চেষ্টা করল এবং আটকে গেল, এই অবস্থায় সদস্য_১ ভাই এগিয়ে গেলেন।
প্রথম থেকেই উৎপল শুভ্র টাইপের এক ফটো সাংবাদিক ঘটনা দেখছিলেন। উনি ঘটনা দেখছেন আর ক্যামেরায় ক্লিকের পড় ক্লিক করছেন
এদিকে অনেক চেষ্টার পর জীবন বাজী রেখে সদস্য_১ ভাই কুকুরটিকে হারাতে সক্ষম হলেন......
অনেক লোক জমে গেছে...... সাংবাদিক ভিতরে ঢুকে বললেন, খুব সাহসী এক কাজ করলেন আপনি, কাল অবশ্যই নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায় আপনার ছবি ছাপা হবে এবং লেখা থাকবে "একজন বীর নিউয়র্কার জীবন বাজী রেখে বাচাল এক বালককে......
"কিন্তু আমি নিউয়র্কার নই"
তাহলে শিরনাম হবে "এক বীর আমেরিকান জীবন বাজী রেখে বাচাল এক বালককে"
কিন্তু আমি আমেরিকানও নই
তবে আপনি কী??
আমি বাংলাদেশী
পরেরদিন টাইমসের ৯ম পৃষ্টায় ছোট করে ছাপা হল
এক বাংলাদেশী মুসলিম মৌলবাদীর হাতে কুকুরের নির্মম মৃত্যু
*******************************************************************
ইলিয়াস ভাইয়ের স্ত্রী ডাক্তারের কাছে গিয়ে
"আমার স্বামীর মানসিক চিকিৎসা করুন ডাক্তার সাহেব, সে নিজেকে রেফ্রিজারেটর ভাবে"
ডাক্তারঃ চিন্তার কিছু নেই বয়স হলে মাঝে মাঝে এমন হয় , আবার এমনিই ঠিক হয়ে যায়"
"কিন্তু আমার যে খুব অসুবিধা হচ্ছে"
"কি রকম"
"সে মুখ হা করে ঘুমায় আর সেই আলোর জন্য আমি ঘুমাতে পারি না"
*******************************************************************
রাজু ভাই( কোন রাজু সেটা বলা যাবে না ) অফিস থেকে ফিরে দেখেন ভাবি কাঁদছে
"কি ব্যাপার কাঁদছ কেন??"
"তোমার মা আমাকে অপমান করেছে"
"মা তো অনেক দূরে থাকে, আর সব সময় ফোনও করেনা তাহলে কিভাবে অপমান করল??"
"আজ তোমাকে একটা ব্যক্তিগত গোপনীয় চিঠি লিখেছেন এবং এতে অপমান করেছেন"
"ব্যাক্তিগত চিঠিতে কেমন অপমান??"
"চিঠি পড়ে দেখি নিচে লেখা, 'পড়েই যখন ফেলেছ এখন দয়াকরে চিঠিটা আমার ছেলের হাতে দিও' "
*******************************************************************
কাউয়া ভাই ক্লিনিকে ভর্তি, দেখতে গেলেন ফোরামের একজন
"কি ব্যাপার ভাই আপনি ক্লিনিকে কেন?? কালকেই না দেখলাম একজন সুন্দরী মেয়ের সাথে নাচছেন??"
"হুম আমার বউও ওটা দেখেছিল"
বোনাস ট্রাক
একটি খামারে ষাঁড় আর গরুদের উঁচু বেড়া দিয়ে আলাদা রাখা হত। একটি ষাঁড় একদিন গরুদের প্রতি অতি আকর্ষনের কারনে এক লাফে বেড়া পার হয়ে ওপারে পৌঁছে গেল। গরুগুলো দৌড়ে এসে বলল সর্বনাষ করেছ এখন মালিক আসার আগে ওপারে কিভাবে যাবে???
ষাঁড়টি বলল " ওপারে যাবার আর প্রয়োজন নেই, এখন থেকে আমি একজন গরু"
কেন?
" আসলে যতটুকু ভেবেছিলাম বেড়াটা তার চেয়ে বেশী উঁচু ছিল"
ডিসক্লেইমারঃ এই টপিকের সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক। কোন বাস্তব ঘটনা অথবা চরিত্রের সাথে কোন ধরনের মিল পাওয়া গেলে সেটা অনভিপ্রেত কাকতলমাত্র বলে ধরে নিতে হবে। সেজন্য লেখককে কোন অবস্থাতেই দায়ী করা যাবে না।