আমি টরেন্ট থেকে ভার্চুয়াল মেশিনের জন্য প্রি ইন্সটলড ম্যাক ওস এক্স লায়ন এর ইমেজ ডাউনলোড করেছিলাম। ইমেজটি করা হয়েছিল vmware 8 ভার্সনে। আমার 9 ভার্সন বলে সাপোর্ট করছিল না। যাই হোক আমি ভার্সন ৮ ইন্সটল করে ম্যাক ওস ওপেন করি। ম্যাক ওস এসেছে কিন্তু আমি কোন কিছু করতে পারছি না। মানে আমি ক্লিক করলেও কিছু দেখায় হয় না। মনে হচ্ছে একটা ইমেজ আকারে দেখাচ্ছে।
উপরের ছবিটি দেখুন। এই রকমই থাকছে। আমি মেন্যুতে ক্লিক করলেও কোন কিছুই হয় না। একটা সমাধান চাই।
অনেক আশা করছিলাম ম্যাক চালামু। ভাব সাব ই অন্য রকম। কিন্তু মনে হচ্ছে তা আর হয়ে উঠবে না।
এক্সপার্টদের দৃষ্টি আকর্ষণ করছি।