ইচ্ছে করে লিখবো ছড়া,
মজার ভিষন রসিক কড়া,
পড়তে কোমর ভাঙবে শেষে,
চেয়ার থেকে পড়বে হেসে।
কিংবা এমন লেখার ধরণ,
দারুন হবে ভাবের গড়ন,
পড়লে সবার চিন্তাখানা,
ভাবুক হয়ে চা খাবে না!
ছড়ার মত কবতে প্রেমের,
ঘাম ছুটবে পাঠক ব্রেনের,
লজ্জা লাল ঐ খুকু-খোকা,
হচ্ছে সবাই পেয়ার-ভুখা।
পারছি নাতো লিখতে কিছুই,
বাবুই ফেলে হচ্ছি চড়ুই,
কাঁচা ঘরও নাইযে নিজের,
পরাশ্রয়ী, নয় যে কাজের।
ছন্দ দেয়া নয়তো ব্যাপার,
নিজকে চেনা - অশেষ দেখার,
অচিন থেকে নিজের কাছেই,
রচবো যাহা ফালতু হবেই।
ঘুরতে থাকি খুঁজতে নিজে,
পীর গুরুদের ব্যবসা কিযে,
ধ্যান করি আর শুলুক শুধাই,
আমিত্বটা চিনতে যে চাই।
দেখলে স্বরূপ, চূড়ার পরে,
দৃষ্টি প্রসার অনেক দুরে;
লিখবো যাহাই ভাব যে গভীর,
মুগ্ধ পাঠক, ভক্ত কবির।
ভাবছি যতই এসব কথা,
উত্তেজনায় ভরছে মাথা,
বন্ধ থাকুক ছড়ার দোকান,
খুঁজতে শুরু হোক অভিযান।