Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

প্রিয় চলচ্চিত্র পরিচালকদের সেরা চলচ্চিত্র কোনটি?

$
0
0

আপনার প্রিয় চলচ্চিত্র পরিচালক কারা কারা? তাদের নির্দিষ্ট একটা ছবির নাম বলুন সেটা আপনার দৃষ্টিতে ঐ পরিচালকের সবচেয়ে সেরা চলচ্চিত্র।  smile


আমার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র পরিচালক তিনজন

১. মাজিদ মাজিদী

মাজিদ মাজিদী হচ্ছে আমার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র পরিচালক। উনার সব ছবিই আমার দেখা। এই ছবিগুলোর মধ্যে Children of Heaven আমার দৃষ্টিতে মাজিদ মাজিদীর সেরা ছবি। এই ছবি যে কতবার দেখেছি হিসাব নেই।
http://ecx.images-amazon.com/images/I/51ESJRRVA9L.jpg

২. সঞ্জয় লীলা বানশালী

বানশালী আমার আরেক প্রিয় পরিচালক। উনার ছবিগুলোর মধ্যে Hum Dil De Chuke Sanam আমার বিচারে সঞ্জয় লীলা বানশালীর সবচেয়ে সেরা ছবি। এই ছবিও আমি বহুবার দেখেছি। এই ছবি দেখেই আমি ঐশ্বর্য রাই বা ঐশ্বরিয়া রাই এর অন্ধ ভক্ত হয়ে গিয়েছি।

http://i43.tinypic.com/f3yjkj.jpg


৩. মনি রত্মম

হোয়াট এ জিনিয়াস ! এই পরিচালক ভারতীয় চলচ্চিত্রের সেরা পরিচালকদের একজন এবং আমার বিচারে দক্ষিন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সেরা পরিচালক।  উনার ছবি Roja আর Guru এই দুই ছবি আমার কাছে মনে হয় উনার সেরা ছবি তবে যদি সবচেয়ে সেরা ছবি পিক করতে হয় তবে আমি মনে করি Roja ছবিটা উনার সবচেয়ে সেরা ছবি।

http://i39.tinypic.com/333gvic.jpg


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>