আমি এইচটিসি ওয়াল্ডফায়ার ব্যবহার করি।তো বেশ কিছুদিন আগে এক বড় ভাইয়ের সাহায্যে রুট করি ও তাতে ৪.০.৪ ওএস ইন্সটল করি।সবকিছুই ঠিক ভাবে হয়েছে কিন্তু আগে যে ভাবে সফটলি কাজ করত এখন সেই ভাবে কাজ করে না।টাউচ অনেক আস্তে আস্তে কাজ করে,গুগল প্লে ইন্সটল করতে পারতেছি না,এফএম নাই,মাঝে মাঝে ব্লুতুথ কাজ করে না ,নিচের দিকে চারটা টাউচ বাটন লাইট কাজ করে না।তাই সব ভেবে চিনতে দেখলাম যে,আগের ওএসে ফিরে যাব।এই ব্যাপারে অভিজ্ঞরা যদি সাহায্য করতেন যে কিভাবে আগের ওএসে ফেরত যাওয়া যায় তাহলে অনেক উপকৃত হতাম।
↧