আমার জীবনের প্রেম ঘটিত বহু কাহিনীর মধ্য থেকে একটা কাহিনী আজ এই উপযুক্ত দিনে(১৪ই ফেব্রুয়ারী)
শেয়ার করি।
অল্প কিছুদিন আগের কথা। একটা মেসেজ আসলো। মেসেজটা আমার পুরোপুরি মনে নেই।
খুব সম্ভবত ওটা ছিল এরকম:
"যদি হনুমানের মতো বুক চিড়ে দেখাতে পারতাম
কত ভালবাসি তোমায়,
তাহলে বুঝতে আমি তোমার কে !"
ওটাই ছিল প্রথম। এরপর আসতে লাগলো আরো অনেক মেসেজ।
আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে কে সেটা জানাতে। কিন্তু কিছুতেই বলেনি।
আমি তাকে বললাম ,
" তুমি মানুষ , না গরু , না ছাগল , না জীন-ভুত তা না জেনে আমি
কিভাবে তোমার সাথে সম্পর্ক করতে পারি? আর তোমাকে তো আমার একবার দেখতে হবে,
না-কি? তোমার চেহারাটাও একবার দেখলাম না অথচ তোমার সাথে আমি প্রেম শুরু করে
দেব? "
ওর কথা হচ্ছে ভালোবাসতে এতকিছু লাগেনা।
এতকিছু দেখে কোনদিন ভালোবাসা হয় না।
বুঝলাম ভালোবাসতে এতকিছু জানা লাগেনা, কিন্তু ভালোবাসা না আসলে জোর করেতো আর
তা আনা যায় না।
এভাবে কেটে গেলে বেশ কিছু দিন।
মেয়েটা খুব জ্বালাতন করতো । মেসেজের পর মেসেজ আর মিসকলের পর মিসকল দিয়ে
আমাকে অতিষ্ট করে ফেলেছিল।
ওর উপর ভালোবাসাতো দূরের কথা, দিনের পর দিন শুধু রাগই বাড়ছিল।
কিন্তু একটা কথা ভেবে সব সহ্য করে যেতাম যে , সে তো আমাকে ভালোবাসে ।এজন্যই
এসব করছে।
ভালো না বাসলে তো আর এসব করতো না। মানুষটা তো অসহায় হয়ে গেছে আমার কাছে।
ওকে কষ্ট দেয়া অনেক বড় অন্যায় হবে। একজন মানুষের দুর্বলতার সুযোগ নেয়া হবে।
কিন্তু না দিয়েও তো উপায় নেই।
একসময় বাধ্য হয়েই খুব খারাপ ব্যবহার করতে শুরু করলাম । এবং এক পর্যায়ে জেনেও গেলাম
যে সে কে।
এবং বুঝতেও পারলাম কেন সে আমাকে পরিচয় বলেনি এতদিন।
যাইহোক, এর সাথে সম্পর্ক করা আমার পক্ষে কোন কালেও সম্ভব হবে না।
তাই তাকে কোন রকম পাত্তাই দিলাম না।
আমি ওর psychological ব্যাপারগুলো খুব ভালভাবে লক্ষ্য করতাম।
ও আমার উপর অনেক আগে থেকেই খুব রেগে ছিল। একবার খুব বকুনি দিয়েছিলাম।
আমার মনে হতো ও আমাকে সহ্যই করতে পারেনা।
আবার ভালো ও বাসে।
আমাকে বিভিন্ন রকমের গালিগালাজ করতো, যেমন : পাষান, হার্টলেস, পাথর, নির্দয়.....
ইত্যাদি ইত্যাদি।
আর যদি কখনো মানবিক কারণে ভাল ব্যবহার করতাম ,
ফোন দিলে দুই একটা কথা বলতাম, মেসেজ দিলে ভালো-মন্দ একটা
উত্তর দিতাম তাহলে বলতো তার উপর করুণা
করছি, মানুষকে ঘুরানো আমার কাজ , তাকে নিয়ে আমি খেলি ইত্যাদি ।
আমি বুঝতেই পারিনা যে আমি কি করবো।
মায়াও লাগে , রাগও হয় , দুঃখও লাগে, বিরক্তিও লাগে, নিজেকে অপরাধীও মনে হয় ।
আবার খারাপ ব্যবহার করলেও বলে আমি পাষান , আমার মধ্যে কোন মন নেই, আমি কোন
মানুষ না।
আমি তাকে এটাই বলতাম যে আমি যদি এতই খারাপ হই তাহলে আমাকে এভাবে জ্বালাচ্ছ
কেন।
এই জিনিসটাই আমি শুধু মনে মনে ভাবতাম যে যার চোখে আমি এতই খারাপ, যে আমার উপর এতটাই
ক্ষুব্ধ... সে আবার কেন আমার জন্য এত পাগল !
অনেক ভেবে আমি আসল ব্যাপারটা বুঝতে পারলাম।
আসলে ও আমাকে ভালোবাসে না। ও শুধুই আমার প্রেমে পরেছে । এটা একটা attraction,
ভালোবাসা না। এই attractionএর পেছনে একটা অতৃপ্তিও কাজ করছে।
একটা জেদও আছে। ও আমাকে একটা শিক্ষাও দিতে চায়।
একটা প্রতিশোধের আগুন জ্বলছে ওর ভেতর।
আমার কাছে ও একজন পরাজিত
সৈনিক। এই পরাজয়ের গ্লানিও সে মেটাতে চায় আমাকে জয় করে।
ভালোবাসাও হয়ত কিছুটা আছে কিন্তু ভেজাল। সেটা পিওর না, অনেক কিছুর মিক্চার।
আমি বুঝতে পারছি, ও যদি কোনদিন আমাকে পায় , তখন ধিরে ধিরে এই attractionটা
চলে যাবে যেহেতু সে সব সময় আমাকে কাছে পাওয়ার কারণে আমি তার হাতের মোয়া হয়ে
যাব। তখন আমার প্রতি তার ঘৃণা আর ক্ষোভই বেশি থাকবে।
তাই এর সাথে আমার সুখী হওয়ার সম্ভবনা খুবই কম।
এই ঘটনা থেকে অনেক কিছু জানতে ,বুঝতে এবং শিখতে পারলাম।
যে ব্যাপারটা সবচেয়ে ভাল বুঝেছি সেটা হচ্ছে :
"প্রেম আর ভালোবাসা এক নয়" ।