জোরিন ওস(Zorin OS) এর নামটা অনেকেই হয়ত শুনেছেন আবার অনেকেই শোনেননি। যারা এই প্রথমবারের জন্য শুনছেন তাদের জন্যই এই লেখা। উবুন্টুর উপর ভিত্তি করে তৈরি জোরিন ওস। এটি উবুন্টুর রিপোজিটারীও ব্যবহার করে। জোরিন ওস এর সর্বশেষ ভার্সন ৫ যা উবুন্টু ১১.০৪ এর উপর ভিত্তি করে তৈরি। আসুন দেখে নেই উবুন্টুর তুলনায় আরও কি কি সুবিধা পাওয়া যাবে এর মাধ্যমে
১. নতুন ব্যবহারকারীদের কাছে আইক্যান্ডি অনেক আকর্ষনীয়। আইক্যান্ডির জন্য কম্পিজ ইন্সটল করা আছে। সাথে দারুণ দারুণ সব ইফেক্ট।
২. সব ধরনের কোডেক দেয়া আছে, ফলে গান শুনতে আর মুভি দেখতে কোন বাধা নেই
৩. ডেস্কটপ অনেকটা উইন্ডোজের মত (ইচ্ছেমত কাস্টমাইজেশন করার সুযোগ তো আছেই)। ফলে উইন্ডোজ থেকে শিফট করা নতুন ব্যবহারকারীদের জন্য এটা অনেকটা সহায়ক
৪. উইন্ডোজের সফটওয়্যার চালানোর জন্য আছে ওয়াইন আর প্লেঅন লিনাক্স
৬. ব্রাউজার হিসেবে গুগল ক্রোম দেয়া আছে। তবে ফায়ারফক্স, অপেরা এক ক্লিকেই ইন্সটল করে ফেলা যাবে এর নিজস্ব ব্রাউজার ম্যানেজার এর মাধ্যমে।
৭. ভিডিও এডিটর হিসেবে আছে ওপেনশট
৮. ফটো এডিট এর জন্য আছে চিরচেনা গিম্প
মোটামুটি বলা যায় অফলাইনে ব্যবহারের জন্য পরিপূর্ণ নির্ভরযোগ্য একটা ওস এটা।
এ ছাড়া উবুন্টুতে যা থাকে ডিফল্ট হিসেবে সেগুলো তো থাকছেই
কয়েকটা স্ক্রীণশট
লগ-ইন করার পর প্রথম ডেস্কটপ
অফিস অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন সুইচার
কিউব ইফেক্ট
মিডিয়া
জোরিন ওস এর লুক একটা ভিডিও
জোরিন ওস এর দুই ধরনের ডিস্ট্রো আছে। একটা ফ্রি আরেকটা প্রিমিয়াম।
ফ্রি ডিস্ট্রোর ডাউনলোড লিংক
৩২ বিট
সাইজ কিছুটা বেশী। ১ গিগার কিছু বেশী। কারও লাগলে আওয়াজ দেন।